শনিবার, ২৩ জুন, ২০১২

রোহিঙ্গাদের নিয়ে সস্তা রাজনীতি না করা ভাল

আবদুল মান্নান


আমাদের একেবারে বাড়ির পাশে বর্মা মুলুকে অনেককাল ধরে সরকারীভাবে একটি সংখ্যালঘু সম্প্রদায়কে জাতিগত দাঙ্গার মাধ্যমে নিশ্চিহ্ন করার অভিযান চলছে এবং তা দেখে আন্তর্জাতিক সম্প্রদায় একেবারে চুপ। বর্মা মুলুকের বর্তমান নাম মিয়ানমার। দেশটি প্রায় অর্ধশতক ধরে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। সম্প্রতি সে দেশে আবার গণতান্ত্রিক ধারা ফিরতে শুরু করেছে বলে বিশ্ব সম্প্রদায় মনে করে। তাদের ধারণা, সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতনের বিষয়ে বেশি চাপাচাপি করলে সে দেশে আবার গণতন্ত্র হুমকির সামনে পড়তে পারে। একটি গণতান্ত্রিক দেশে সকল সম্প্রদায়ের মানুষ মুক্ত মানুষ হিসেবে বাস করতে পারা উচিত। তা যদি না-ই হবে তাহলে সে দেশকে কোনভাবেই গণতান্ত্রিক দেশ বলা যাবে না। অবশ্য পশ্চিমা বিশ্বের একেকটি দেশের গণতন্ত্রের সংজ্ঞা আবার একেক রকম। যে মানুষগুলো সে দেশে নির্যাতিত হচ্ছে তারা জাতে রোহিঙ্গা, ধর্মবিশ্বাসে মুসলমান। বেশিরভাগেরই আবাস উত্তর আরাকান প্রদেশে। তারা সেখানে কিভাবে এলো তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে। কোন কোন ইতিহাসবিদ মনে করেন, রোহিঙ্গারা আরব দেশ থেকে এসে সেখানে বসতি গেঁড়েছিল সেই অষ্টম শতকে। কারও কারও মতে, তারা ভারতবর্ষের গুজরাট অঞ্চল ও আফগানিস্তান হতে সেখানে হিযরত করে চাষবাস শুরু করেছিল। এলাকাটি চট্টগ্রামের সংলগ্ন হওয়াতে তাদের সঙ্গে চট্টগ্রামের মানুষের উঠবস বেশি ছিল। তাদের ভাষার সঙ্গে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার বেশ মিল আছে। যেখান থেকেই তারা আসুক না কেন তারা এখন মিয়ানমারের অধিবাসী। কিন্তু ঐতিহাসিকভাবে পরবর্র্তীকালের মিয়ানমারের কোন সরকারই তা স্বীকার করেনি এবং যুগ যুগ ধরে তারা নির্যাতিত হয়েছে। বর্মার সরকার সব সময় মনে করে, বর্মায় একেবারে স্থানীয় ও বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ছাড়া সকলেই বহিরাগত। ভারতীয় হলে তো কথাই নেই। বর্তমানে সে দেশে প্রায় ত্রিশ লাখ ভারতীয় বংশদ্ভূত মানুষ দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাস করে। চীনা ও মালয়ের মুসলমানদের অবস্থাও একই রকম। তবে তাদের সংখ্যা রোহিঙ্গাদের চাইতে কম। কথায় কথায় সকলে নির্যাতন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়। সে দেশে ১৩৫টি আদিবাসীকে সরকারীভাবে নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠী বলে স্বীকার করে নেয়া হয়েছে। বাদ পড়েছে শুধু রোহিঙ্গারা। তাদের অপরাধ তারা ধর্মবিশ্বাসে মুসলমান এবং গায়ের রং কালো। 
এবার আমার বাবার কথা বলি। ত্রিশের দশকে তাঁর যৌবনকাল। ভাগ্য ফেরাতে ছুটলেন বর্মা মুলুকে। তখন অবিভক্ত বাংলার তো বটেই ভারতবর্ষের মানুষ ভাগ্যান্বেষণে ছুটতেন রেঙ্গুন না হয় আকিয়াবে। এই অঞ্চলের একমাত্র সমৃদ্ধশালী দেশ তখন বর্মা। চট্টগ্রামের মানুষ সমুদ্রপথে এক সকালে যাত্রা করে পরদিন আকিয়াব পৌঁছে যেত, কয়েকদিন পর রেঙ্গুন বন্দরে। সে দেশে বিয়েশাদীও করেছেন অনেকে। বাবা ছোটখাটো একটা রেস্টুরেন্ট খুলে বসেছিলেন। তবে তাঁর দোকানের বেশিরভাগ খদ্দের ভারতীয়। কদাচ কোন স্থানীয় মানুষ দোকানে প্রবেশ করত। বাবা-চাচাদের কাছে শুনেছি, বার্মিজ মেয়েদের কাছে ভারতীয় পুরুষদের কদর ছিল বেশ। তাদের বিয়ে করার এক ধরনের আকুতিও নাকি ছিল । অবশ্য তিনি সে খপ্পরে পড়েননি। আয় রোজগার ভাল। ব্যাচেলর মানুষ। কিছু টাকা জমিয়ে একটা গাড়িও নাকি কিনেছিলেন। ট্যাক্সি হিসেবে চলত। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। জাপানীদের হাতে সিঙ্গাপুর পতনের পর ১৯৪২ সালে বর্মার পতন হলো। বাবা বলতেন বার্মিজরা সম্ভবত এই দিনটির জন্য অপেক্ষা করছিল। প্রথম সুযোগেই জাপানী সৈন্যদের সঙ্গে নিয়ে শুরু করে দিল ভয়াবহ দাঙ্গা। এটি ছিল ভারতীয়দের বর্মা থেকে উৎখাত করার দাঙ্গা। বাবা হাজার হাজার ভারতীয়ের সঙ্গে এককাপড়ে হেঁটে রওনা দিলেন দেশের উদ্দেশ্যে। প্রায় একমাস চলার পর সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় চট্টগ্রাম পৌঁছেছিলেন। পথে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল।
বর্মায় বর্ণ এবং জাতিবিদ্বেষ এখনও প্রকটভাবে বিদ্যমান। অথচ এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় সম্পূর্ণ নীরব। বর্মায় বসবাসরত নাগরিকদের দু’ধরনের পরিচয়পত্র দেয়া হয়। একটি লাল রং-এর অন্যটি সাদা। লালটি মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী বার্মিজদের। অন্যটি সাদা, পেছনে লেখা থাকে এই কার্ডধারী বর্মার নাগরিক নয়। রোহিঙ্গাদের কার্ডের পেছনে লেখা থাকে; এর বাহক একজন বাঙালী মুসলমান। এটি একটি অবিশ্বাস্য ব্যাপার যে একবিংশ শতকে এসেও নাৎসি জার্মানির একটি মডেল রাষ্ট্রকে আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নিয়েছে এবং ইদানীং সকলে মিয়ানমারের নতুন সরকারকে হাত কচলে বেশ খোশামোদ করছে। 
উত্তর আরাকান প্রদেশ বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এলাকা। এখানকার রোহিঙ্গারা বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের হাতেই সর্বাধিক নিগৃহীত হয়। এদের বিয়ে করতে হলে প্রশাসন থেকে পূর্বানুমতি নিতে হয়, যা সচরাচর মিলে না। বাচ্চারা স্কুলে যেতে পারে না। রোহিঙ্গাদের এখান হতে অন্য প্রদেশে যাওয়া বেআইনী। মিয়ানমারের সেনা ও পুলিশ বাহিনীতে কোন রোহিঙ্গা মুসলমানের চাকরি করা সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয় রাখাইনরা সুযোগ পেলেই দাঙ্গাহাঙ্গামা শুরু করে। এসবের কোন বিচার কখনও হয় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরাকান রাজ্যে প্রথম বড় ধরনের দাঙ্গা হয় ১৯৬২ সালে। তখন কয়েক হাজার রোহিঙ্গা উদ্বাস্তু কক্সবাজার হয়ে চট্টগ্রাম প্রবেশ করে। কয়েক হাজার থাইল্যান্ডেও চলে যায়। সে সময় যারা চট্টগ্রামে এসেছিল পরবর্তীকালে তারা এখানকার মানুষের সঙ্গে মিশে গেছে। 
স্বাধীন বাংলাদেশে ভিটামাটি হতে উচ্ছেদ হয়ে রোহিঙ্গাদের প্রথম অনুপ্রবেশ ঘটে ১৯৭৮ এবং ১৯৭৯ সালে যখন আরাকানে বর্মার সেনাবাহিনী অপারেশন ‘নাগামিন’ নামে একটি জাতিগত শুদ্ধি অভিযান শুরু করে। সে ধাক্কায় বাংলাদেশে প্রায় দুই লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমস্যাটির কোন কূটনৈতিক সমাধানের চেষ্টা না করে নাফ নদীতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ পাঠায়। সীমান্তে সৈন্য সমাবেশ ঘটায়। পাল্টা বর্মাও একই কাজ করে। কিন্তু সমস্যা সমস্যাই থেকে যায়। আরেকটি ধাক্কা আসে ১৯৯০-৯১ সালে যখন প্রায় আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। মিয়ানমারের সামরিক জান্তার এমন অমানবিক আচরণের প্রতিবাদ করার জন্য একটি দেশও বাংলাদেশের পাশে কার্যকরভাবে দাঁড়ায়নি। শুধু জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা কিছু রিলিফসামগ্রী নিয়ে কক্সবাজার, টেকনাফ, উখিয়া, কুতুপালং প্রভৃতি রোহিঙ্গা শরণার্থী শিবিরে তাদের পাশে দাঁড়ায় তবে তা ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বর্তমানে সরকারীভাবে দু’টি শরণার্থী শিবির আছে। বাংলাদেশ মাঝে মাঝে মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের সে দেশে ফেরত পাঠাতে কয়েকবার চেষ্টা করেও তেমন একটা সফল হয়নি। তারা শুধু কয়েক হাজার শরণার্থীকে ফিরিয়ে নিয়ে সাফ জানিয়ে দেয়Ñ বাকিরা তাদের দেশের নাগরিক নয়। বাংলাদেশের মতো একটা দেশের পক্ষে সম্ভব নয় কয়েক লাখ শরণার্থীকে বছরের পর বছর চারদিকে তারকাঁটার বেড়া দিয়ে আটক করে রাখা। বর্তমানে দুই ক্যাম্পে শুধু ত্রিশ হাজারের মতো তালিকাভুক্ত রোহিঙ্গা আছে বাকিরা দেশের জনারণ্যে মিশে গেছে এবং বিভিন্ন সময় তারা একশ্রেণীর দালাল আর অসাধু সরকারী কর্মকর্তাদের সহায়তায় বাংলাদেশী পাসপোর্ট নিয়ে মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে শুধু চলেই যায়নি সেসব দেশে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়েছে। এর ফলে বাংলাদেশের সুনামের যথেষ্ট ক্ষতি হয়েছে। অন্যদিকে তাদের একটি বড় অংশ বাংলাদেশে মাদক ব্যবসা এবং নারী ও শিশু পাচারসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত হয়ে পড়ছে। ইতোমধ্যে কয়েক শ’ রোহিঙ্গা চট্টগ্রাম শহরে চলে এসেছে। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের চারপাশের সকল খালি জায়গা ইতোমধ্যে তাদের দখলে চলে গেছে। এলাকাটি হয়ে পড়েছে সন্ত্রাসীদের অভয়ারণ্য। তবে সব চাইতে যেটি ভয়াবহ সমস্যা এই রোহিঙ্গা ক্যাম্পগুলো এখন জঙ্গী তৈরির প্রজনন ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে। এদের নিয়ে গোপনে কাজ করে সৌদি আরবভিত্তিক রাবিতাত আল ইসলাম, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, হেফাজতে ইসলামসহ অনেক ধর্মান্ধ মৌলবাদী দল ও জঙ্গীবাদী সংগঠন। 
রোহিঙ্গা সমস্যা নিয়ে সবচাইতে হতাশাজনক ভূমিকা পালন করেছে গণতন্ত্রের মানসকন্যা খ্যাত আউন সান সুচি। এ ব্যাপারে তার কোন কার্যকর ভূমিকা চোখে পড়ে না। সম্প্রতি তিনি অসলোতে একুশ বছর পূর্বে তাকে প্রদত্ত শান্তির জন্য নোবেল পুরস্কার নিতে গিয়ে তাঁর বক্তৃতায় বলেনÑপ্রবাসী বার্মিজরা মিয়ানমারে সকল নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর মাঝে শান্তি ফিরিয়ে আনতে গুরুপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যস, ওটুকুই । 
সম্প্রতি নতুন করে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশকে কেন্দ্র করে নানা বিতর্কের জন্ম হয়েছে। সরকার নতুন করে কোন রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দিতে নারাজ। সার্বিক বিচারে এটি সরকারের একটি সঠিক সিদ্ধান্ত। কিন্তু সরকারের সিদ্ধান্তের সঙ্গে অনেকে দ্বিমত প্রকাশ করেছেন। তাদের মতে, সরকারের উচিত আরও একটু মানবিক হওয়া। এই প্রসঙ্গে দেশের বিশিষ্ট কয়েক ব্যক্তি ইতোমধ্যে বিবৃতি দিয়েছেন। জামায়াত-বিএনপি বলেছে, সরকারের উচিত রোহিঙ্গাদের আশ্রয় দেয়া। একজন সিনিয়র সাংবাদিক কলাম লিখে বলেছেন, রোহিঙ্গাদের যেন আবার বাঘের মুখে ঠেলে দেয়া না হয়। সরকারী দলের এক সংসদ সদস্য পত্রিকায় মন্তব্য প্রতিবেদন লিখে বলেছেনÑরোহিঙ্গাদের অবস্থা দেখে তার রাতে ঘুম হয় না। জাতিসংঘ আর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশকে অনুরোধ করেছে রোহিঙ্গাদের আশ্রয় দিতে। জামায়াত আর বিএনপির বলার মধ্যে একটা বড় বদমতলব আছে। বিএনপি আমলে এই রোহিঙ্গাদের অনেকেই ভোটার হয়েছে। সে ভোট তাদের বাক্সে পড়বে। তাদের আমলেই সবচাইতে বেশি রোহিঙ্গা বাংলাদেশী পাসপোর্ট নিয়ে মধ্যপ্রাচ্যে গেছে। জামায়াত ও সমমনা দল, ব্যক্তি ও গোষ্ঠী এদেরকে তাদের জিহাদী আর সন্ত্রাসী কাজে ব্যবহার করবে। এদের প্রতি আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের জন্য এরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে তথ্যপ্রযুক্তি ব্যবহার করছে। ভিয়েতনাম যুদ্ধের সময়কার বিখ্যাত মাইলাই গণহত্যার একটি ছবি তারা নির্যাতিত রোহিঙ্গাদের ছবি বলে ইন্টারনেটে আপলোড করেছে। অন্য আর একটি ছবি আছে যেটি আসলে থাই পুলিশের হাতে ধৃত গোটাপঞ্চাশেক রোহিঙ্গার। পুলিশ তাদের সমুদ্রের বালিতে উপুড় করে শুয়ে রেখেছে। কিন্তু ছবির ক্যাপসান দেয়া আছে বর্মার সেনাবাহিনী রোহিঙ্গা মেরে ফেলে রেখেছে। টেকনাফে এখন কিছু মোবাইল ফোনের দোকানে কিছু হিন্দী ছবির নির্যাতনের দৃশ্যের ক্লিপিং পাওয়া যায় যা রোহিঙ্গা নির্যাতনের ছবি হিসেবে মোবাইলে ডাউনলোড করে দেশে-বিদেশে ছড়িয়ে দেয়া হচ্ছে। এটি সত্য, সাম্প্রতিক দাঙ্গায় অনেক রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে, অনেক নারী ধর্ষিত হয়েছে। তবে এই ছবিগুলোর কোনটাই সে সবের নয়। টেকনাফ আর কক্সবাজারে জামায়াতের নেটওয়ার্ক বেশ শক্তিশালী। শোনা যায়, অনেক রোহিঙ্গা গোপনে জামায়াতীদের বাড়িতেও আশ্রয় নিয়েছে। পুরো এলাকা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার দাবি সংবলিত পোস্টারে ছেয়ে গেছে। রোহিঙ্গারা এখানে নানা ধরনের সামাজিক অস্থিরতার জন্ম দিচ্ছে। ইতোমধ্যে এসব এলাকার দিনমজুরদের মধ্যে এক ধরনের ক্ষোভ দানা বাঁধছে। কারণ যেখানে একজন দিনমজুরের দৈনিক পারিশ্রমিক দেড় থেকে দুই শ’ টাকা সেখানে একজন রোহিঙ্গা শ্রমিক পাওয়া যায় পঞ্চাশ টাকা দিয়ে। যাঁরা মানবিক কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে বলেন তাঁরা এখানকার বাস্তব অবস্থা সম্পর্কে অবহিত নন। বাংলাদেশ অতীতে সব সময় মানবিক আচরণ করেছে, এখনও করছে। কিন্তু তাতে ফলাফল শূন্য। এ সম্পর্কে আমাদের বিশিষ্টজনরা একেবারেই নিশ্চুপ। 
কেউ কেউ অনেকটা অর্বাচীনের মতো রোহিঙ্গাদের সমস্যাকে আমাদের মুক্তিযুদ্ধের সময়কার পরিস্থিতির সঙ্গে তুলনা করেন। একাত্তর সালে আমরা মুক্তিযুদ্ধ করছিলাম। সেই যুদ্ধে এক কোটি বাঙালী শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। আমরা একটা প্রবাসী সরকার গঠন করেছিলাম। শরণার্থীদের পাশে দাঁড়িয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়। তারা যাতে নিরাপদে নিজ দেশে ফিরে যায় সে চেষ্টা করেছিল ভারত। যুদ্ধ শেষে দ্রুততম সময়ে প্রত্যেক বাংলাদেশী নিজ দেশে ফিরে এসেছিলেন। ভারতে থেকে গিয়েছে তেমন বাঙালী হাতে গোনা যায়। একাত্তরের বাংলাদেশের শরণার্থীদের সঙ্গে রোহিঙ্গাদের তুলনা করা চরম মূর্খতার শামিল। 
এটি ঠিক মিয়ানমার বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী। তাদের সঙ্গে আমাদের অনেক অর্থনৈতিক স্বার্থ জড়িত। তবুও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ চুপ থাকতে পারে না। এ ব্যাপারে আন্তর্জাতিক মহল থেকে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের জন্য সকল ধরনের কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। প্রয়োজনে বিষয়টা জাতিসংঘের নজরে আনতে হবে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র, চীন বা ভারত তেমন কিছু করবে বলে মনে হয় না। কারণ নতুন মিয়ানমারের অফুরন্ত সম্পদ ও সম্ভাবনার দিকে এখন তাদের সকলের লোলুপ দৃষ্টি। সকলে নিজের স্বার্থ রক্ষাকে সবচাইতে বেশি গুরুত্ব দেয়। কিছুদিনের মধ্যে মিয়ানমারের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের কথা রয়েছে। বাংলাদেশকে এই সুযোগ কাজে লাগাতে হবে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার বিষয়ে নিশ্চয় আলাপ হবে। রোহিঙ্গা সমস্যার মতো একটি সমস্যা জিইয়ে রেখে কোন সম্পর্কই যে কার্যকর হবে না তা তাকে বুঝতে দিতে হবে। বাংলাদেশ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা সমস্যার মীমাংসা করেছে। এই সমস্যারও সমাধান হবে, তা মানুষ আশা করতেই পারে। এটি যত না গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ মিয়ানমারের জন্য। এর ব্যত্যয় ঘটলে একটি নতুন গণতান্ত্রিক মিয়ানমারের অভ্যুদয় অধরাই থেকে যাবে।
বিএনপি-জামায়াতের কথা বাদ দিলাম। বাকি যাঁরা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে ওকালতি করছেন তাঁদের প্রতি সম্মান রেখেই বলছিÑবাস্তবতাটা উপলব্ধি করুন, নিজের দেশের স্বার্থটাকে সবার ওপর স্থান দিন। এখনও বাংলাদেশ সরকার এবং জনগণ রোহিঙ্গাদের প্রতি অনেক মানবিক আচরণ করছে। 

লেখক : শিক্ষাবিদ ও বিশ্লেষক। জুন ২২, ২০১২

নতুন ইতিহাস নির্মাণ করা সম্ভব


আবদুল মান্নান 

২০১৪ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন নিয়ে বাংলাদেশের দুটি বড় দল ইতিমধ্যে হিসাব-নিকাশ শুরু করে দিয়েছে। এটি ভালো লক্ষণ। প্রধানমন্ত্রী বলেছেন, এই নির্বাচন তাঁর সরকারের বর্তমান মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই অনুষ্ঠিত হবে। সংসদে প্রধান বিরোধী দল দুই বছর ধরে মধ্যবর্তী নির্বাচন দাবি করে আসছে। এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ। বিরোধী দলে গিয়ে নিজের নেতা-কর্মীদের মনোবল চাঙা রাখার জন্য ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে এমন দাবি তোলা নতুন কিছু নয়। তবে বাস্তবে ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া সব সরকারই তাদের পূর্ণ মেয়াদ শেষ করেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তাঁর দলের ওয়ার্কিং কমিটির সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টের বরাত দিয়ে বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের ১৭৫টি আসনের অবস্থা ভালো, ৩০টির অবস্থা মাঝামাঝি আর ৩০টির অবস্থা খুব খারাপ। বিএনপি মনে করে, তাদের দাবি অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ নামক দলটির অস্তিত্ব তেমন থাকবে না, তারা বড়জোর ১০-২০টি আসনে বিজয়ী হতে পারে। তারা মনে করে, ভোটাররা তাদের আগের শাসনামলের সব অপকর্মের কথা ইতিমধ্যে ভুলে গেছেন। তবে তাদের ধারণা তেমন অমূলক তা বলা যাবে না। কারণ, বাঙালি খুব বিস্মৃতিপরায়ণ। 
শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে। যেদিন তিনি তাঁর এই বক্তব্য দিলেন, সেদিন রাতের এক টক শোতে একজন সিনিয়র সাংবাদিক বলেন, ১৭৫ আসন অর্ধেক হতে বেশি সময় লাগবে না। অনুজপ্রতিম সাংবাদিক সোহরাব হাসান প্রথম আলোয় উপসম্পাদকীয়তে ঐকিক নিয়মে অঙ্ক কষে বলার চেষ্টা করলেন, ২৩৩ আসন থেকে ১৭৫ আসনে নামতে যদি সাড়ে তিন বছর সময় লাগে, তাহলে বাকি দেড় বছরে তা কোথায় গিয়ে ঠেকতে পারে, তা হিসাব করতে হবে। সম্ভাব্য পরিণতি হিসেবে কার্টুন দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করলেন ১৭৫-এর ১ ব্যর্থতার ভারে আবর্জনার ঝুড়িতে পড়ে যেতে পারে। বন্ধু মুনতাসীর মামুন সুদূর নিউইয়র্ক থেকে ঘোষণা করে সবাইকে জানিয়ে দিলেন আওয়ামী লীগের অবস্থা শহরে তেমন ভালো না হলেও গ্রামে ভালো। কারণ, শেখ হাসিনা গ্রামের মানুষের পেটে ভাত দিয়েছেন। 
একটু পেছনে ফিরে গিয়ে দুটো ঘটনার কথা উল্লেখ করতে চাই। ২০০১ সালের সংসদ নির্বাচনের আগে যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সম্পূর্ণ নির্বাচন ও প্রশাসনিক ব্যবস্থাকে তছনছ করে দিচ্ছেন, তখন সবকিছু বিচার-বিশ্লেষণ করে আমি একটি দৈনিকে সেই নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে একটি উপসম্পাদকীয় পাঠিয়েছিলাম। অবশ্য সেটি তখন প্রকাশিত হয়নি। সম্ভবত পত্রিকাটি জনমনে হতাশা প্রচার করতে চায়নি। তবে একই সন্দেহ প্রকাশ করে অন্য দুটি জাতীয় দৈনিকে উপসম্পাদকীয় লিখেছিলেন সিনিয়র সাংবাদিক এবিএম মূসা ও আবেদ খান। নির্বাচনের পর তাঁদের ভবিষ্যদ্বাণী সত্য হওয়ায় অনেকে অবাক হয়েছিলেন। অবাক হওয়ার কিছু নেই। জনগণের কাতারে থেকে জনগণের মতি-গতি বোঝা খুব কঠিন নয়। শাসক জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আমলা, স্তাবক, তোষামোদকারী আর গোয়েন্দানির্ভর হয়ে পড়লে বিপদ হতে পারে। দ্বিতীয় ঘটনা ২০১০ সালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সময়ের। তখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। এটি মোটামুটি নিশ্চিত, নাগরিক কমিটির ব্যানারে তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁর সঙ্গে আমার পরিচয় প্রায় চার দশকের। আমাকে পরিবারের একজনের মতো স্নেহ করেন। তাঁর প্রতিটা নির্বাচনের সময় সাধ্যমতো তাঁর জন্য পরিশ্রম করেছি। এবার বুঝতে পারছিলাম পরিস্থিতি তাঁর অনুকূলে নয়। তিনবারের নির্বাচিত মেয়র অনেক পুরোনো বন্ধু ও সুহূদ হারিয়েছেন। কাছে টানতে পারেননি নতুন কাউকে। কিছু স্তাবক আর চাটুকার তাঁর চারপাশে একটি দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে রেখেছিল। সময় চেয়ে নিয়ে আসন্ন নির্বাচন বিষয়ে তাঁর সঙ্গে আলাপ করতে এক সকালে তাঁর বাসায় হাজির হলাম। দুজনের মধ্যে অনেকটা ক্লোজডোর মিটিং। তাঁকে বোঝানোর চেষ্টা করলাম সামনের নির্বাচনে বিজয় ছিনিয়ে আনা সহজ হবে না। যদি ছিনিয়েই আনতে হয়, তাহলে তাঁকে ঘর গোছাতে হবে এবং দূরে সরে যাওয়া মানুষদের কাছে টানতে হবে, চাটুকারমুক্ত হতে হবে। তিনি ধৈর্য সহকারে শুনলেন। কাজ হলো না কিছু। পরের ঘটনা সবাই জানে। প্রায় এক লাখ ভোটে পরাজিত হলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী তাঁঁরই একজন ওয়ার্ড কমিশনারের কাছে।
এবার দেখা যাক আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ১৭৫ আসনের ভবিষ্যদ্বাণীর কী হতে পারে। আমার আলোচনায় কেউ সহমত পোষণ করবেন তা মনে করি না। তবে বলে নেওয়া ভালো, বাংলাদেশে যারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে স্বস্তি বোধ করে, তার মধ্যে আমিও একজন। এই স্বস্তিবোধটা এই কারণে নয় যে দলটি ক্ষমতায় এলে ব্যক্তিগতভাবে আমি কোনো কিছু প্রত্যাশা করি। স্বস্তিবোধ এই কারণেই, দলটি বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত দল। এই দলের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগের অনেক দুর্বলতা সত্ত্বেও এখনো মনে করা হয়, এই দলটি প্রগতিশীল অসাম্প্রদায়িক রাজনীতির প্রতীক। এই দল বাঙালি জাতীয়তাবাদের কথা বলে। ইদানীং দলে অনেক সুবিধাবাদীর অনুপ্রবেশ ঘটেছে সত্য কিন্তু এই দলে এখনো তৃণমূল পর্যায়ে লাখ লাখ নেতা-কর্মী আছেন, যাঁরা দলটির জন্য নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত। ১৯৯০ সালে এরশাদ পতনের পর পালা করে বিএনপি-জামায়াত জোট আর আওয়ামী লীগ চার মেয়াদে ক্ষমতায় এসেছে। কোনো দল পর পর দুবার ক্ষমতায় ছিল না। সে হিসাবে সামনের নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার কথা। তেমনটি হবে বলে অনেকে মনেও করেন। তবে সব সময় তা না-ও হতে পারে, যদি বাংলাদেশ আওয়ামী লীগ বাকি সময়টা কার্যকরভাবে দল গোছাতে এবং জনগণের প্রত্যাশা পূরণে আরও মনোযোগী হয়।
এটা স্বীকার করতেই হবে অন্য যে কোনো দলের চেয়ে আওয়ামী লীগের কাছে মানুষের চাহিদা এবং প্রত্যাশা অনেক গুণ বেশি। মানুষ মনে করে যে দলটি বাঙালিকে একটি স্বাধীন দেশ উপহার দিতে পারে, সে দল দেশের মঙ্গলের জন্য সবকিছুই করতে পারে। অন্য দলগুলো তো অনেকটা সুবিধাভোগীদের ক্লাবের মতো। বঙ্গবন্ধুর জীবনটাই ছিল ত্যাগে ভরপুর। সুতরাং তাঁর দলের নেতা-কর্মীদের আচার-আচরণেও তা থাকা উচিত। তারা বঙ্গবন্ধুর ওই শূন্যস্থানে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দেখতে চায়। কিন্তু বাস্তবে বঙ্গবন্ধুর ওই স্থান পূরণ করা কারও পক্ষে সম্ভব নয়। তার পরও তারা শেখ হাসিনার ওপর তাদের আস্থা রাখতে চায়। কিন্তু অনেক সময় তাঁর চারপাশে থাকা কিছু ব্যক্তি, স্তাবক, কিছু মন্ত্রী এবং কিছু নেতা-নেত্রীর অপরিণামদর্শী কার্যকলাপের কারণে মানুষ হতাশাগ্রস্ত হয়। নির্বাচনের আগে আওয়ামী লীগ অঙ্গীকার করেছিল, নির্বাচনে বিজয়ী হলে পদ্মা সেতু হবে। সেটা হয়নি। তাই বলে কি এই পদ্মা সেতু না হওয়াটা আগামী নির্বাচনে কোনো ভূমিকা রাখবে? হয়তো রাখবে, তবে তার চেয়েও বেশি রাখবে দলটিকে ঘিরে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সে অভিযোগ। সাধারণ মানুষ বুঝতে অক্ষম, যাঁদের বিরুদ্ধে এত বড় দুর্নীতির অভিযোগ আছে, মন্ত্রিসভা থেকে তাঁদের ছেঁটে ফেললে দল বা সরকারের কী ক্ষতি? মন্ত্রিসভায় ডজন খানেক মন্ত্রী আছেন, যাঁরা না থাকলে দল বা সরকারের কোনো ক্ষতি-বৃদ্ধি নেই। সরকারের সাড়ে তিন বছরে তাঁদের দৃশ্যমান কোনো অর্জন চোখে পড়ে না। মন্ত্রিসভা পুনর্গঠন করে তাঁদের বাদ দিয়ে কাজের লোক মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করলে বাদ যাওয়াদের ব্যক্তিগত ক্ষতি হতে পারে। তবে দল ও জাতি লাভবান হবে। 
যেসব জিনিস মানুষের দৈনন্দিন জীবনকে স্পর্শ করে, তার মধ্যে বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে শহুরে মানুষের কাছে। আবার শহুরে মানুষেরা বিভিন্ন গণমাধ্যমের কল্যাণে তাদের মতামত ব্যক্ত করে গ্রামের মানুষকে প্রভাবান্বিত করতে পারে। আগামী দেড় বছরে দ্রুততম সময়ে এসব সমস্যার উন্নতি ঘটাতে হবে। মানুষ কোনো অজুহাত শুনতে নারাজ। তারা বলে অজুহাত না শোনার জন্যই তো আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছি। তা না হলে চারদলীয় জোট সরকারের আমলে যে দুঃশাসন চলছিল, তা তেমন আর খারাপ কী ছিল? বর্তমান অবস্থা বিচার করলে এটি সবার কাছে মনে হবে, বাংলাদেশে যেসব ব্যবসায়ী নিত্যপণ্যের আমদানি বা ব্যবসার সঙ্গে জড়িত, তাঁরা প্রত্যেকে অসাধু এবং প্রত্যেকে সাধারণ মানুষকে জিম্মি করে ব্যবসা করেন। তাঁদের খপ্পর থেকে মানুষকে বের করে আনা সরকারের দায়িত্ব। এতে হয়তো সরকারি দলের কিছু মাথা যাবে। তাতে ক্ষতি কী? এঁদের কারণেই তো আগামীবার আওয়ামী লীগের ক্ষমতায় আসা কঠিন হবে। 
৩০ বা ৬০ নয়, কম-বেশি ১০০ আসনে প্রার্থী পরিবর্তন করতে হবে। পিস্তলওয়ালা আর সরকারি কর্মকর্তাদের চড়-থাপ্পড় মারা সাংসদদের কোনো প্রয়োজন আওয়ামী লীগের থাকতে পারে না। যুবলীগ আর ছাত্রলীগ নামধারী কিছু দুর্বৃত্তের দৌরাত্ম্য দমন করতে না পারলে বিপদ হতে পারে। সরকার কিছু অপরিণামদর্শী উপদেষ্টা আর অসাধু আমলার খপ্পরে পড়েছে। তাঁদের কাছ থেকে সরকারকে উদ্ধার করা কি খুব কঠিন? কোনো কিছুই কঠিন নয়। শুধু বঙ্গবন্ধুকন্যার একটু সাহসের প্রয়োজন আছে। তা তাঁর আছে বলে বিশ্বাস। এই সাহস শুধু কাজে লাগাতে হবে। গত নির্বাচনের পর আওয়ামী লীগের সরকারের মধ্যে বিলীন হয়ে গেছে। দলটিকে পুনরুদ্ধার করতে হবে। তা যদি তিনি করতে পারেন, তাহলে সামনের নির্বাচনে শত্রুর মুখে ছাই দিয়ে নতুন ইতিহাস নির্মাণ করা সম্ভব। প্রধানমন্ত্রী দেখবেন নাকি একটু চেষ্টা করে? গোয়েন্দা সংস্থা আপনি যা শুনলে খুশি হবেন তা-ই বলবে। সব সময় সত্য কথা নয়। আওয়ামী লীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের সব ত্যাগী নেতা-কর্মীদের অভিনন্দন।
আবদুল মান্নান: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

রবিবার, ১৭ জুন, ২০১২

একটি গণঅভ্যুত্থানের সন্ধানে

আবদুল মান্নান


বছর দুই ধরে বেগম জিয়ার নেতৃত্বে বিরোধী দল সরকারবিরোধী আন্দোলনে করে আসছে। প্রথমে তিনি শুরু করেছিলেন তাঁর নেতৃত্বাধীন চারদলীয় জোটকে নিয়ে। আন্দোলনে চাঙ্গা করতে তেমন সুবিধা করতে না পারায় পরে তাতে আরও কিছু নামসর্বস্ব ওয়ানম্যান হোন্ডা পার্টি যোগ হয়। এখন এই বিরোধীদলীয় মোর্চাকে বল হয় ১৮ দলীয় জাতীয়তাবাদী ঐক্যজোট। তাদের সকলের নেতা বেগম জিয়া। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার বিরোধী দল বা জোট থাকবে তাই স্বাভাবিক। এই বিরোধী দল বা জোট সংসদ এবং সংসদের বাইরে সরকারের বিভিন্ন নীতি, কার্যক্রম, ব্যর্থতা এবং সিদ্ধান্তের সমালোচনা করবে এবং সরকারকে ভাল বিকল্প দেখাবে আর সরকারও তা ইতিবাচকভাবে গ্রহণ করবে এটাই রীতি হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তেমনটি ঘটতে অতীতে কখনও দেখা যায়নি। আগামীতেও দেখা যাওয়ার তেমন কোন লক্ষণ দেখা যাচ্ছে না। বাংলাদেশের দুটি বড় দলের প্রধান শেখ হাসিনা ও বেগম জিয়ার কিছু রাজনৈতিক এবং আচরণগত বৈপরীত্য লক্ষণীয়। বেগম জিয়া কখনও সাধারণ মানুষের কাতার থেকে রাজনীতি দেখেননি করার কথা দূরে থাক। তিনি ছিলেন এক সামরিক অফিসারের গৃহিণী। বিবাহিত জীবন ব্যাটম্যান সংস্কৃৃতিতে কাটিয়েছেন। ফায়-ফরমায়েশ খাটার জন্য গ-ায় গ-ায় চাকর-বাকর দরজার কাছে দাঁড়িয়ে থাকত। বন্ধু মুনতাসীর মামুনের ভাষায় ‘কোই হাই সংস্কৃৃতি’ আর কী। হুকুম দিলেই সব কিছু হাতের কাছে পাওয়া যেত। বঙ্গবন্ধুর মৃত্যুর পর খোন্দকার মোশতাকের হাত ঘুরে দেশের শাসন ভার সেনাপ্রধান স্বামী জিয়ার হাতে গেলে তিনি প্রথম রাষ্ট্রক্ষমতা কী তার মজা বুঝেন। আবার জিয়ার মৃত্যু হলে তিনি একসময় দলীয়প্রধান হিসাবে অভিসিক্ত হন তারপর এরশাদ পতনের পর দেশের প্রধানমন্ত্রী। বেগম জিয়ার রাজনীতিতে কখনো ত্যাগ তিতিক্ষা ছিল না। স্বামীর পেশার কারণে তিনি ভোগ বিলাসেই অনেকটা অভ্যস্ত হয়ে ওঠেন। শেখ হাসিনার ক্ষেত্রে সব কিছু উল্টো। রাজনৈতিক পরিবারের বড় সন্তান। একেবারেই সাধারণ মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা। পারিবারিক প্রধান আয়ের সূত্র কৃষি জমি। এক সময় তার পিতা শেখ মুজিব সংসার চালানোর জন্য একটি বীমা কোম্পানিতেও স্বল্প বেতনে চাকরি করেছেন। রাজনীতি করার সূত্রে কারাগারই ছিল তাঁর দ্বিতীয় আবাস। তিনি কারাগারে থাকতেই কন্যা শেখ হাসিনার বিয়ে হয়। বিয়ের খরচ মেটাতে স্ত্রী বেগম মুজিবকে নিকটজনদের কাছ হতে অর্থও ধার করতে হয়। বিয়ের পর নতুন বর কনেকে কিছু আওয়ামী লীগ নেতার উদ্যোগে বিবাহোত্তর সংবর্ধনা দেয়া হয় চট্টগ্রামে। শেখ হাসিনা ছাত্র জীবন হতেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রাজনীতিকে খুব কাছ থেকে দেখেছেন। বাবার সূত্রে অনেক বড় রাজনৈতিক নেতৃবৃৃন্দের সংস্পর্শে এসেছেন। সুতরাং এই দুই নেত্রীর মানসিক গঠন ও রাজনীতি সম্পর্কে দৃষ্টিভঙ্গি পৃথক হওয়াটা স্বাভাবিক। যাঁরা দু’জনকে কাছ থেকে দেখেছেন তাদের অনেকের মন্তব্য বেগম জিয়া এটা মেনে নিতে পারেন না তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী নন আর শেখ হাসিনা অনেক সময় ভুলে যান তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা যখন একান্ত পরিচিত জনের মাঝে থাকেন তখন তিনি হয়ে ওঠেন বাড়ির একজন আপা, বড়বু, খালা, ফুফু অথবা চাচি। বড়দের কাছে তিনি কন্যাসম। গ্রামের সাধারণ মানুষের কাছে ‘মজিবরের মাইয়া।’ তিনি সহজে দূরের মানুষকেও আপন করে নিতে পারেন। বেগম জিয়ার আচার আচরণে এক ধরনের দাম্ভিকতা আছে। তার দলের অনেক বড়মাপের নেতা নেত্রীকে ব্যক্তিগত আলাপে বলতে শুনেছি ম্যাডামের সামনে গেলে স্বাভাবিকভাবে কথা বলা যায় না। তিনি মাঝখানে এক অদৃশ্য প্রাচীর সৃষ্টি করে ফেলেন। দু’জনের এই যখন অবস্থান তখন বেগম জিয়া তো চাইবেনই তাঁর হারানো অবস্থান পুনরুদ্ধার করতে। 
এরশাদের পতনের পর কখনও কেউ ভাবেনি ১৯৯১-এর নির্বাচনে বেগম জিয়ার দল বিজয়ী হবে। তিন শ’ সিটে প্রার্থী দেয়ার মতো লোকও তাদের ছিল না। আওয়ামী লীগের ঐতিহাসিক কৌশলগত ভুলে সেই নির্বাচনে তাদের অপ্রত্যাশিত পরাজয়। বেগম জিয়া প্রধানমন্ত্রী হয়ে শুধু যে ক্ষমতার স্বাদ পেলেন তাই নয় একই সঙ্গে ফিরে পেলেন তার পুরনো সব ভোগ বিলাসের সুযোগ সুবিধা। এটাই অনেকটা তার মাথা বিগড়ে দিল। এমন সুযোগ-সুবিধা কে ছাড়তে চায়? তারপরও বলতে হয় বেগম জিয়া ১৯৯১-৯৬ সালের শাসনকালে কিছুটা হলেও সংযমী ছিলেন। ২০০১-৬ মেয়াদে তাঁর শাসনামলে যে ধরনের অপশাসন, দুঃশাসন, দুর্নীতি, হাওয়া ভবনের জন্ম এবং সামরিক বেসামরিক প্রশাসনে এই ভবনের অযাচিত হস্তক্ষেপ ঘটেছিল তা আগেরবার তেমনটা হয়নি। তবে যেটি হয়েছিল নতুন মাত্রায় একাত্তরের যুদ্ধাপরাধী লালন এবং তাদের ক্ষমতায়ন। বেগম জিয়া তাঁর প্রথম আমলের শাসনকালে শেষের দিকে এসে এই সিদ্ধান্তে উপনীত হন যে করেই হোক তাঁকে ক্ষমতায় থাকতেই হবে । এর সূত্র ধরেই জন্ম হয় মাগুরা উপ-নির্বাচন। তখন কারও বুঝতে অসুবিধা হয় না যে ১৯৯৬ সালের সাধারণ নির্বাচন বেগম জিয়ার সরকারের অধীনে কোন অবস্থাতেই অবাধ ও সুষ্ঠু হবে না। এই প্রেক্ষাপটেই শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন, যে আন্দোলনে বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দল এবং সুশীল সমাজ অংশগ্রহণ করে। এক সময় এই আন্দোলনটি একটি মিনি গণআন্দোলনে রূপ নেয়। প্রথমে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বেগম জিয়া এবং তার দলের অনড় অবস্থান থাকলেও শেষ পর্যন্ত জনদাবির মুখে সে দাবি তাঁকে মানতে হয়। তার আগে অনুষ্ঠিত হয় ১৯৯৬ সালের পনেরোই ফেব্রুয়ারির প্রহসনমূলক নির্বাচন যা সকল রাজনৈতিক দল বর্জন করলেও বেগম জিয়ার সঙ্গে অংশগ্রহণ করে বঙ্গবন্ধুর ঘাতকদের দল ফ্রিডম পার্টি। সংসদে কুমিল্লার একটি আসন হতে তিনি জিতিয়ে আনেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ফ্রিডম পার্টির খুনী কর্নেল আবদুর রশিদকে। তাকে তিনি বানান তাঁর এই প্রহসনের সংসদে বিরোধীদলীয় নেতা। সেই সংসদেই পাস হয় একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিল। তারপরও তার শেষ রক্ষা হয়নি যদিও তিনি চেষ্টা কম করেননি। তাঁর মনোনীত রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসকে দিয়ে সামরিক বাহিনীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন যা শেষ মুহূর্তে ভেস্তে যায় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমানের বিচক্ষণতায়। ১৯৯৬ সালের নির্বাচনে পরাজয়ের পর বেগম জিয়া বুঝতে পারেন ক্ষমতা হারানোর বেদনা কী। শেখ হাসিনার ১৯৯৬-২০০১ মেয়াদের শাসনকালেও বর্তমানের মতো বেগম জিয়া বছর না পেরুতেই শুরু করেছিলেন সরকারবিরোধী আন্দোলন, তবে সে সময় তার পূর্বেকার আমলের পাপের বোঝা এখনকার মতো এত ভারি ছিল না। বেগম জিয়ার ২০০১-০৬ মেয়াদের সরকার এত পাপ করেছে যে সে পাপের ভারে তিনি আকণ্ঠ নিমজ্জিত এবং ন্যুব্জ। তার পুত্রদের, বিশেষ করে আরাফাত রহমান কোকোর দুর্নীতি তো আন্তর্জাতিক আদালতে স্বীকৃত। নিজে এক এগারোর পর জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন। বড় ছেলে তারেক জিয়ার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা আদালতে বিচারাধীন। যে জেনারেল জিয়াকে আর্থিকভাবে একজন সৎ মানুষ হিসাবে তার দলের নেতা নেত্রীরা সব সময় তুলে ধরার চেষ্টা করে সেই জিয়ারই স্ত্রী বেগম জিয়া ক্ষমতায় থাকার সময় ভোগ বিলাসকে এক শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সেনা নিবাসের যে বাড়িটি তিনি বেআইনীভাবে দখলে রেখেছিলেন আদালতের নির্দেশে তা ছাড়তে বাধ্য হন। বাড়ি ছাড়ার পর দেশের মানুষ দেখতে পায় ব্যক্তিগত জীবনে একজন ‘সৎ’ জিয়ার স্ত্রীর বিলাসিতা আর ভোগের মাত্রা কোথায় গিয়ে দাঁড়াতে পারে। বেগম জিয়ার বিগত চারদলীয় জোট সরকারের আমলে সবচাইতে বড় অপরাধ ছিল একাত্তরের যুদ্ধাপরাধীদের সঙ্গে তার জোট বাঁধা এবং নির্বাচনের পর দু’জন যুদ্ধাপরাধীকে মন্ত্রী বানানো। ইতিহাসের দৃষ্টিতে তাঁর এই কাজটি ছিল একটি অমার্জনীয় অপরাধ। 
বর্তমান সরকারের আমলে বিএনপির প্রথম হরতালটি ডাকা হয় তাঁর দখলকৃত সেনানিবাসের বাড়ি হতে উচ্ছেদের প্রতিবাদে। তাও কুরবানির ঈদের কয়েকদিন আগে। ব্যক্তিস্বার্থে হরতাল আহ্বান বাংলাদেশে অনেকটা নজিরবিহীন। এই হরতাল সাধারণ মানুষ কখনও ভালভাবে নেয়নি। তারপর তো একের পর এক হরতাল, গাড়িতে অগ্নিসংযোগ এবং তাতে পুড়িয়ে মানুষ হত্যা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায়। ঢাকার বাইরে অন্য কোন শহরে এমন ধ্বংসাত্মক কর্মকা- অতীতে কখনও না ঘটলে ইদানীং দেখা যাচ্ছে তা চট্টগ্রাম সিলেটের মতো শহরেও ছড়িয়ে পড়ছে। হরতাল ডাকার কারণ হিসাবে যদিও বলা হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন মূল কারণ কিন্তু বেগম জিয়ার সন্তানদের ও যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা। আসলে গত তিন বছরে যা হয়েছে বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে অনেকটা অস্তিত্ব হারিয়ে জামায়াতের পেটের ভিতর ঢুকে পড়েছে। বিএনপি যখন কোন রাজনৈতিক কর্মসূচী ঘোষণা করে তখন তা আর তাদের নিয়ন্ত্রণে থাকে না। চালকের আসনে বসে যায় জামায়াত। যে কোন জনসভায় প্রথমে বক্তব্য রাখেন জামায়াতের নেতৃবৃন্দ। তাদের দাবি একটাই। যুদ্ধাপরাধ আর মানবতাবিরোধী অপরাধের দায়ে যাদের বিচার হচ্ছে সেই চিহ্নিত ঘাতকদের মুক্তি। আর্থিকভাবে জামায়াত হচ্ছে এই মুহূর্তে সবচাইতে শক্তিশালী দল। তাদের কেন্দ্রীয় নেতৃত্বের একটি বড় অংশ বর্তমানে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়ে বিচারের মুখোমুখি। এদের সাজা হলে জামায়াতের অস্তিত্ব অনেকাংশে বিলুপ্ত হবে। বিএনপি যদি সামনের বার ক্ষমতায় আসতে না পারে তাহলে দলটির অবস্থা মুসলিম লীগ হয়ে যেতে পারে। সুতরাং এই দু’টি দলই তাদের অস্তিত্বের স্বার্থে জোটবদ্ধ হয়েছে বর্তমান সরকারের বিরুদ্ধে। সঙ্গে আছে কিছু হোন্ডা পার্টি। 
বিএনপি-জামায়াত জোট বলে তাদের প্রধান দাবি হচ্ছে আগামী সংসদ নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিন্তু ইতোমধ্যে দেশের সর্বোচ্চ আদালত সে ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করেছে। তাদের দাবি দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তা সুষ্ঠু হবে না। আওয়ামী লীগ এবং সংসদে তার মিত্ররা বলছে অসংসদীয় ব্যবস্থায় নির্বাচন নয় নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবং সে সরকারে নির্বাচিত সংসদ সদস্যরা থাকবেন। এটি সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তা মানতে নারাজ বিএনপি এবং তার মিত্ররা। তবে তারা তাদের বক্তব্য সংসদে গিয়ে তুলে ধরতেও নারাজ। এমন একটা অচল অবস্থার প্রেক্ষাপটে ইদানীং বিএনপির নেতৃবৃন্দ বলা শুরু করেছেন তারা তাদের আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান ঘটাবেন এবং তার ফলে বর্তমান সরকারের পতন হবে আর তা যদি হয় তা হলে তাদের ক্ষমতায় আসার পথ সুগম হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তছনছ করে ২০০৬ সালেও বিএনপি-জামায়াত জোট এমন স্বপ্ন দেখেছিল যা পরবর্তীকালে তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। 
বিএনপি ডাক দিলে এখনও তাদের সমাবেশে প্রচুর লোক সমাগম হয়। হওয়াটাই স্বাভাবিক কারণ তারা তো নির্বাচনের সময় প্রদত্ত ভোটের প্রায় ৩৮ ভাগের সমর্থন পায়। আর সঙ্গে আছে জামায়াতের বেতনভুক ক্যাডার। সুতরাং জনসমাবেশে লোকসমাগম কোন সমস্যাই নয়। তারপরও কোন গণঅভ্যুত্থান হয় না কারণ বিএনপি তাদের বর্তমান আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পরেনি। না পারার অন্যতম কারণ সাধারণ মানুষ দেখেছে তাদের ভোটে বিজয়ী হয়ে বিএনপি কখনও সংসদে গিয়ে তাদের দাবির কথা বলে না। যে আন্দোলনে সাধারণ মানুষের দাবি উপেক্ষিত থাকে সে আন্দোলন কখনও গণঅভ্যুত্থান সৃষ্টি করে না। বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে সত্যিকার অর্থে একবারই গণঅভ্যুত্থান হয়েছিল ১৯৬৯ সালে এবং সামনে থেকে তার নেতৃত্ব দিয়েছিল এদেশের ছাত্র সমাজ। এরশাদবিরোধী আন্দোলন অনেকটা শহরকেন্দ্রিক আন্দোলন ছিল যেটিকে বড়জোর গণঅন্দোলন বলা যেতে পারে। বর্তমান অবস্থায় বিএনপির পক্ষে কোন গণঅভ্যুত্থান গড়ে তোলা সম্ভব নয় কারণ তারা শহরের বাইরের মানুষকে তাদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে পারবে না। গ্রামের অর্থনীতি আগের যে কোন সময়ের চাইতে এখন অনেক না হলেও ভাল। অন্তত মানুষ দু’বেলা লবণ দিয়ে হলেও ভাত খেতে পারে। বেগম জিয়ার শাসনামলে উত্তরবঙ্গে মঙ্গা ফিবছর হানা দিত যা এখন আর দেয় না। দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, জাতীয় আয়ের প্রবৃদ্ধি স্থিতিশীল আছে, একেবারে বেকার তেমন মানুষের সংখ্যা ৫% এর বেশি নয়। বর্তমান সরকারের কিছু ব্যর্থতা সত্ত্বেও এই সব ক্ষেত্রে অর্জন তো মানুষ অস্বীকার করতে পারবে না। মানুষের দৈনন্দিন জীবনে অনেক সমস্যা আছে যা বিএনপি সংসদে গিয়ে তুলে ধরতে পারত যা তারা করে না। সংসদে তারা মাঝে মাঝে যায় তবে তা তাদের আসন ধরে রাখতে। সংসদে না গেলেও তারা একজন সংসদ সদস্যের সকল সুযোগ-সুবিধা নেয়। সাধারণ মানুষ এসবকে কখনও ভালভাবে নেয় না। সত্যিকার অর্থে গণঅভ্যুত্থান গড়ে তুলতে হলে বিএনপিকে তাদের আন্দোলনের সঙ্গে জনমানুষকে সম্পৃক্ত করতে হবে। তবে সবার আগে তাদের যুদ্ধাপরাধীদের দল জামায়াতের সংশ্রব ত্যাগ করতে হবে। তারেক জিয়া একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এমন দিবাস্বপ্ন দেখা হতে আপাতত তাদের বিরত থাকতে হবে। আর তা যদি না হয় আন্দোলনের নামে তারা যা করছে বা করবে বলে নিয়মিত হুঙ্কার ছাড়েন তাতে শুধু সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে কাজের কাজ কিছুই হবে না। 

লেখক : শিক্ষাবিদ ও বিশ্লেষক, জুন ১৫, ২০১২

শনিবার, ৯ জুন, ২০১২

মধ্যরাতের টকশো সংস্কৃতি আর ‘চারিদিকে অন্ধকার’-এর রাজনীতি

বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলের মাঝরাতের টকশোগুলো ইদানীং বেশ আলোচিত সমালোচিত হচ্ছে নানা কারণে। দেশে দেশে আড্ডার ছলে বিভিন্ন বিষয় নিয়ে টিভি টকশো বেশ জনপ্রিয়। আর যেহেতু রাজনীতি বাঙালীর অতি প্রিয় একটি বিষয় সেহেতু টিভির কোন টকশোতে বিষয় যদি হয় রাজনীতি তাহলে তার প্রতি সাধারণ দর্শক-শ্রোতার আগ্রহ বেড়ে যাওয়া স্বাভাবিক। আসলে এটি এই উপমহাদেশের সাধারণ মানুষের বৈশিষ্ট্য বলা যেতে পারে। অন্য দেশেও টিভি টকশো একশ্রেণীর দর্শক-শ্রোতার কাছে বেশ জনপ্রিয় তবে সেগুলো সব সময় রাজনীতি প্রধান থাকে না। এককালে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় জনি কার্সন অথবা ল্যারি কিং শো দারুণ জনপ্রিয় ছিল। তবে দেখেছি সাধারণত সে দেশের নির্বাচন অথবা কোন জনগুরুত্বপূর্ণ ইস্যু ছাড়া তাদের টকশোতে রাজনীতি সবসময় গুরুত্ব পেত না।
বাংলাদেশের প্রায় সকল বেসরকারি টিভি চ্যানেলেই ইদানীং দেখা যায় টিভি টকশোগুলোর প্রধান উপজীব্যই হচ্ছে সরকারের প্রয়োজনে অপ্রোয়জনে সমালোচনা করা। বাংলাদেশের এই টকশো সংস্কৃতি এক ধরনের সবজান্তা বিশেষজ্ঞ সৃষ্টিতে সহায়ক হয়েছে যারা দুনিয়ার এমন কোন বিষয় নেই যা নিয়ে কথা বলেন না। কৃমিনাশে কাল ছাগলের দুধের উপকারিতা হতে শুরু করে মহাশূন্যে বাঙালীর সম্ভাব্য অভিযান। দু’একজন আছেন যারা আলোচিত বিষয়ের সঙ্গে কোন সম্পর্ক না থাকলেও সেখানে সরকার ও আওয়ামী লীগকে টেনে আনবেনই। এদের বেশিরভাগই মোটামুটি ধরে নিয়েছেন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসছে এবং তাদের কাজ হচ্ছে এই আসাকে ত্বরান্বিত করা। একজন বিজ্ঞ অধ্যাপক বিশেষজ্ঞ তো সে দিন একটি চ্যানেলে বলেই ফেললেন সামনের নির্বাচনে যদি আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসে তাহলে তারা আরও ফ্যাসিস্ট আচরণ করবে। আর একজন বিশেষজ্ঞ অকপটে বললেন বাংলাদেশ গত চল্লিশ বছরে যা অর্জন করেছে তাতে রাজনৈতিক দলগুলোর কোন অবদান নেই। এই অর্জন আপনা-আপনিই হতো। শুধু বলতে বাকি রেখেছেন রাজনৈতিক দল বা কোন সরকার না থাকলে দেশ আরও অনেকদূর এগিয়ে যেত। সম্ভবত এরা বাংলাদেশকে সোমালিয়া বা ইথিওপিয়া হিসেবে দেখতে চায়। আবার অনেক প-িতের কিছু ক্লাবও আছে যাদেরকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক। দেশের নানা বিষয় নিয়ে তারা সর্বক্ষণ চিন্তা করে রাতের ঘুম হারাম করেন। এটি নিসন্দেহে একটা ভাল উদ্যোগ। তবে সমস্যা হচ্ছে এই প-িতজনেরা প্রায় কেউই বাংলাদেশের কোন ভবিষ্যৎ দেখেন না। তাদের জন্য চারদিকে শুধু অন্ধকার। যখন পশ্চিমা দুনিয়া অর্থনৈতিক মন্দা, যুক্তরাষ্ট্রে আর ইউরোপে কয়েক লাখ মানুষ বেকার এবং দেনার দায়ে হাজার হাজার মানুষ গৃহহারা, মুদ্রস্ফীতি যখন প্রায় দু’অঙ্কের ঘরে তখনও বাংলাদেশের অর্থনীতিতে সীমিত হলেও গতি ছিল। নতুন করে বেকারত্ব বাড়েনি অথবা ওই সব দেশের মতো রাতারাতি ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক বীমা কোম্পানি, কলকারখানা বন্ধ হয়নি। তখন একরাতে এই প-িতজনদের একজন এক টিভি টকশোতে বেশ জোর গলায় বললেন, বাংলাদেশে এই মুহূর্তে বিশ্ব অর্থনৈতিক মন্দার ঢেউ না লাগলেও আগামীতে লাগবে এবং যেহেতু তা দেরিতে লাগবে তার প্রস্থানও দেরিতে ঘটবে। যখন তা ঘটল না তখন এদেরই একজন বললেন, আসলে এবার কৃষিতে ফলন ভাল হয়েছে তো সে জন্য অর্থনীতিতে চাপটা বড় করে লাগেনি। তারপরও এঁরা বাংলাদেশের কোন একটি সাফল্যের জন্য সরকারকে কোন ধরনের কৃতিত্ব দিতে নারাজ। আর একজন ভূতপূর্ব আওয়ামী লীগারের কথা বলি। সেটি চারদলীয় জোট সরকারের সময়। ভারত অভিযোগ করেছে তাদের পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহে অনেক বিচ্ছিন্নতাবাদী সংগঠন তাদের বাংলাদেশী ঘাঁটি হতে ভারতে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালায়। সে বিজ্ঞজন বললেন, এটি ভারতের একটি কল্পনাপ্রসূত অপপ্রচার। বাংলাদেশের মতো এত ঘনবসতিপূর্ণ এলাকায় কিভাবে অন্য দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ঘাঁটি গাড়তে পারে? 
আসলে বাংলাদেশের সার্বিক আর্থ-সামাজিক অবস্থা কি ঠিক যেমনটি টিভি টকশো বা এক ধরনের গণমাধ্যমে প্রচার করা হয় তত খারাপ? শুধু অর্থনৈতিক অবস্থাটা দেখা যাক। ৭ জুন অর্থমন্ত্রী বর্তমান সরকারের পূর্ণাঙ্গ বাজেট সংসদে উপস্থাপন করেছেন। বাজেট আগামী অর্থ বছরের একটি আর্থিক কর্ম পরিকল্পনা। বিশ্বের কম দেশই আছে যেখানে এই পরিকল্পনা বাস্তবায়িত হয়। এর প্রধান কারণ কোন একটি দেশের অর্থনৈতিক ভবিষ্যত কারও একক নিয়ন্ত্রণে থাকে না। আর এই বিশ্বায়নের যুগে প্রত্যেকটি দেশেই একে অন্যের ওপর তার অর্থনৈতিক কর্মকা-ের অগ্রগতির জন্য নির্ভরশীল। সুতরাং যুক্তরাষ্ট্র বা ইউরোপের মতো ভোগবাদী দেশসমূহে যদি অর্থনৈতিক মন্দা দেখা দেয় তার ধাক্কা অন্য দেশের ওপর কম-বেশি লাগবেই। তার মাত্রার তারতম্য হতে পারে। তবে কোন দেশ তার অর্থনীতিকে যদি সঠিকভাবে পরিচালনা করতে পারে তাহলে সেই ঢেউয়ের ধাক্কাটা কম লাগার সম্ভাবনা বেশি থাকে। কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত ড. রব ভস বিশ্ব অর্থনীতির বার্ষিক প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে বলেছেন, ইউরোপ আর উত্তর আমেরিকার দেশগুলোকে আগামীতেও অর্থনৈতিক মন্দার ধকল সইতে হবে তাদের বার্ষিক প্রবৃদ্ধির হার ২%-এর উপরে উঠবে না। ভারত তার প্রবৃদ্ধির হার ৯% থেকে কোনভাবে ৬.৯%-এ ধরে রাখতে পেরেছে। আর পাকিস্তানে এই প্রবৃদ্ধি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ, যা ৩.৯% দাঁড়িয়েছে। সেখান বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৩% এবং যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোও স্বীকার করেছে। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেছেন, এই হিসেবে তিনটি বিষয় যথাÑবাম্পার বোরো ফলন, এপ্রিল মাস থেকে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি ও বিদ্যুত উৎপাদনের অর্জন প্রাধান্য পায়নি। অর্থবছরের শেষ মাসের এই বিষয় বিবেচনায় নিলে এই বছরের প্রবৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি অর্জিত হবে। কদাচিৎ কোন টিভি টকশোতে বাংলাদেশের এই সব অর্জনকে তুলে ধরা হয়। হলেও বলা হয় এই অর্জনে সরকারের কোন কৃতিত্ব নেই। এই অর্জনের জন্য কোন কৃতিত্ব দিতে হলে দিতে হবে আমাদের কৃষককে এবং বিদেশে কর্মরত শ্রমিকদের। এটি একটি অদ্ভুত যুক্তি। কৃষিতে যদি সরকার উন্নতমানের বীজ, কমদামে সার, সেচের জন্য বিদ্যুত (তার জন্য আমরা শহরের মানুষ দারুণ কষ্ট পেয়েছি সত্য) না সরবরাহ করলে কি কৃষিতে এই অভাবনীয় সাফল্য আসত ? মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া প্রভৃতি দেশে বাংলাদেশ থেকে যে শ্রমিক যাচ্ছে তাতে কি সরকারের কোন ভূমিকা নেই ? আমাদের শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় কি সারা বছর ধরে ভেরে-া ভাজে? বর্তমান সরকারের আমলে বাংলাদেশ আন্তর্জাতিক মহলে উগ্র ধর্মান্ধ জঙ্গীবাদ দমনে একটি মডেল হিসেবে পরিচিত হয়েছে। এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী প্রশংসিতও হয়েছেন। এই সব বিষয় সম্পর্কে এই টকশোগুলোতে খুব কমই চর্চা হয়। 
তবে একটা কথা বলতেই হবে। বর্তমান সরকারের পক্ষে গত সাড়ে তিন বছরে যা অর্জন করা সম্ভব ছিল একটু সচেতন হলে আরও বেশি কিছু অর্জন করা যেত। একটি খাত এই সম্ভাবনাকে পিছন থেকে শক্ত করে ধরে রেখেছে আর তা হচ্ছে আমাদের বিদ্যুত ও জ্বালানি খাত। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে এই খাতকে সব সময় অন্য সব কিছুর ওপর অগ্রাধিকার দিতে হবে, কারণ বিদ্যুত ও জ্বালানি খাতই হচ্ছে যে কোন দেশের অর্থনীতির চালিকা শক্তি। সেদিন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় আমার এক প্রাক্তন ছাত্রের সঙ্গে দেখা। সে আক্ষেপ করে জানাল তার একটি নতুন ভোজ্যতেল শোধনাগার, কাগজ কল, লবণ শোধনাগার, পানি বোতলজাত কারখানায় কয়েক শত কোটি টাকা বিনিয়াগের পরও বিদ্যুত সংযোগের অভাবে ঠিক মতো চালু করতে পারছে না। এ রকম উদাহরণ অসংখ্য। এই পরিস্থিতি হতে কিছুটা পরিত্রাণ পেলেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭%-এর ওপরে যাওয়া অসম্ভব ছিল না। তারপর আছে যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন। এই দুটি খাতকে যতটুকু যতœ দিয়ে পরিচর্যা করার কথা ছিল তা করা হয়নি। গতবারের মতো এবারও বাজেটে বিদ্যুত ও জ্বালানি খাতে বেশ বড় (৫%) বরাদ্দ দেয়া হয়েছে। তবে বর্তমানে এই গুরুত্বপূর্ণ খাতটি যাদের তত্ত্বাবধানে আছে তাদের দিয়ে মানুষ তেমন ভাল কিছু আশা করে না। সম্প্রতি আন্তর্জাতিক ক্রেডিট রেটিং (অর্থনৈতিক সক্ষমতা) প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এ্যান্ড পুওর এর ঘোষণা অনুযায়ী বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। দক্ষিণ এশিয়া ভারতের পরই বাংলাদেশের অবস্থান। গত ৬ এপ্রিল বিশ্বের ১২৪ দেশের ওপর করা এই আন্তর্জাতিক সভরেন রেটিং প্রকাশ করা হয়। এই সব বিষয় কখনও মধ্যরাতে প-িতরা তুলে ধরেন না। 
যারা ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগকে আগামীতে আর ক্ষমতায় দেখতে চান না তারা কি চান? বলাবাহুল্য তারা পুনরায় চারদলীয় জামায়াত-বিএনপি জোটকে ক্ষমতায় দেখতে চান। তারা সম্ভবত গোলাম আযম বা মতিউর রহমান নিজামীকে বঙ্গভবনে দেখতে চান। তারা বাংলাদেশকে উগ্র মৌলবাদী উন্মাদ জঙ্গীদের অভয়ারণ্য হিসেবে দেখতে চান। তারা বাংলাদেশকে অবৈধ অস্ত্রের ট্রানজিট রুট হিসেবে দেখতে চান, তারা প্রধানমন্ত্রীর পুত্রদয়ের রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সংস্কৃতির প্রত্যাবর্তন চান, তারা নতুন হাওয়া ভবনের প্রতিষ্ঠা চান, সর্বোপরি তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চান। তারা আরেকটি এক-এগারো দেখতে চান। এই দেখতে চাওয়ার কারণ হচ্ছে তাদের অনেকেই তখন এই সব অপকর্মের পরোক্ষ এবং প্রত্যক্ষ অংশীদার বা সুবিধাভোগী হতে পারবেন। তাই বলে কি বর্তমান সরকারের সব কাজ ভাল হচ্ছে তার সনদ দিতে হবে ? মোটেও না। সার্বিক বিচারে বলা যায় বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী মোটেও সরকারের নিয়ন্ত্রণে নেই। ইদানীং সরকারের কিছু লোক কথায় কথায় সব জায়গায় রাষ্ট্রদ্রোহী খোঁজেন। অনেকের বিশ্বাস দেশে যদি একজন রাষ্ট্রদ্রোহীও থাকে তাহলে তা বিদ্যুত বিভাগে। তা যদি না হবে তা হলে এই সময়ে রাত বারটার পরও কেন ঢাকা শহরে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুত বন্ধ হয়? এই লেখাটি বৃহস্পতিবার লিখছি। এদিন সকাল হতে রাত দশটা অবধি ধানম-ির মতো এলাকয় কমপক্ষে ছয় ঘণ্টা বিদ্যুত বন্ধ ছিল। এটি নিত্যদিনের ঘটনা। শুক্রবারও তেমন কোন ব্যতিক্রম দেখা যায় না। আগামী দেড় বছরে শেখ হাসিনাকে অনেক পথ পাড়ি দিতে হবে। তবে এই পাড়ি দেয়াটা তার জন্য মোটেও কুসুমাস্তীর্ণ নয়। পাড়ি দিতে হলে তার সঙ্গী-সাথীদের কতজন তার এই দুর্গম পথের সহযাত্রী হবে তা তাকে এখনই ভেবে দেখতে হবে। 
সবশেষে একটি অপ্রিয় কথা না বললেই নয়। বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে সরকারের কোন কোন সিদ্ধান্ত অথবা নেতাত্রেীদের বক্তব্য বিবৃতির কারণে সরকারের অনেক মিত্র বা শুভাকাক্সক্ষীও সরকারের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর একটা বড় গুণ ছিল তিনি তার পরম শত্রুকেও আপন করে নিতে পারতেন। পরবর্তীকালে আওয়ামী লীগের কোন নেতা-নেত্রীর কাছে এই মহৎ গুণটি দেখা যায়নি। বন্ধু বৃদ্ধির পরিবর্তে শত্রুর চাষ বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। সরকার ও প্রধানমন্ত্রীর অনেক শুভাকাক্সক্ষীদের ধারণা, সরকার এবং তাঁকে ব্যর্থ প্রমাণ করার জন্য একটি বড় সিন্ডিকেট বর্তমানে বেশ সক্রিয়। এদের অনেকেই বর্ণচোরা। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি একটু খেয়াল রাখবেন। 

জুন ৮, ২০১২
লেখক : শিক্ষাবিদ ও বিশ্লেষক

বৃহস্পতিবার, ৭ জুন, ২০১২

মানুষ কি আবার বানর হওয়ার পথে


আবদুল মান্নান
বর্তমান সমাজে সকলে ছুটছে। কেউ অর্থের পেছনে, কেউবা যশ-খ্যাতির পেছনে। পরিবারের জন্য কারও একটুও সময় নেই। পরিবার ভেঙে পড়ছে দ্রুত। অথচ এই পরিবারই ছিল একসময় বেড়ে ওঠা সন্তানটির মূল্যবোধ শেখার প্রথম পাঠশালা। সেসব পাঠশালা দ্রুত বন্ধ হয়ে পড়ছে। এখন অনেক বাবা-মারই নিজের সন্তানের জন্য সময় থাকে না। সবাই দারুণ ব্যস্ত। এ সময় না থাকার কারণে তাদের সন্তানরা কত উপায়ে বখাটে হচ্ছে সে খবর অনেক অভিভাবকেরই নেই। তারপর একদিন এই সন্তানদের কারণেই পরিবারের সর্বনাশ ঘটে। এই অবস্থা থেকে উত্তরণ কী উপায়ে হতে পারে তা সমাজ বিশ্লেষকদের খুঁজে বের

মানুষের বিবর্তন নিয়ে একাধিক বৈজ্ঞানিক তত্ত্ব আছে, যার অন্যতম হচ্ছে কয়েক লাখ বছর আগে মানুষের পূর্বপুরুষ বানর (অঢ়ব) ছিল। সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রমপরিবর্তনের ধারা বজায় রেখে মানুষ তার বর্তমান অবস্থায় আছে। অনেককাল আগে মানুষ সম্পর্কে সম্ভবত জ্ঞান তাপস ড. মুহম্মদ শহীদুল্লাহর একটি উক্তি পড়েছিলাম, যাতে তিনি বলেছিলেন মানুষের বর্তমান অবস্থা দেখে মনে হওয়ার যথেষ্ট কারণ আছে, সে তার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। ড. শহীদুল্লাহর এই উক্তি সম্ভবত যথার্থ ছিল, অন্তত মানুষের আচরণ দেখলে তাই মনে হবে। এক সপ্তাহের কম সময়ে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা উল্লেখ করলে বোঝা যাবে কেন মনে হচ্ছে মানুষ তার আদি জন্মসূত্রে ফিরে যাচ্ছে। প্রথম ঘটনা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে। আলেকজান্ডার কিনিয়া আর কুজো বোনসায়ফো দু'জনই মর্গান স্টেট ইউনিভার্সিটির ছাত্র। থাকে ছাত্রাবাসের একই কক্ষে। কেন জানি আলেকজান্ডারের মনে হলো তার রুমমেট বন্ধুটির মগজ আর কলজে খেতে বেশ সুস্বাদু হবে। ৩১ মে আলেকজান্ডার ধারালো অস্ত্র দিয়ে কুজোকে হত্যা করে তার মগজের অংশবিশেষ আর আস্ত কলজেটাই খেয়ে ফেলে। গ্রেফতার হওয়ার পর এ কথা সে অকপটে পুলিশের কাছে স্বীকার করে। ঠিক তার একদিন আগে সুইডেনের প্রখ্যাত কেরলইন্সকা ইনস্টিটিউটের এক অধ্যাপক তার প্রিয়তমা স্ত্রীর ঠোঁট দুটি কেটে নিয়ে গিলে ফেলে। পরে চিকিৎসক আবার তা আগের জায়গায় প্রতিস্থাপন করে। অধ্যাপক পুলিশকে বলেছেন, তিনি তার স্ত্রীকে পরকীয়ার জন্য সন্দেহ করতেন।
এবার একটু দেশের দিকে ফিরে তাকাই। বর্তমান প্রজন্মের পাঠকরা খলিলুল্লাহকে চিনবেন না। ষাটের দশকের শেষ দিকে খলিলুল্লাহকে দেশের সকল মানুষ চিনত। খলিলুল্লাহর বিখ্যাত হওয়ার কারণ তিনি প্রতি রাতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে প্রবেশ করে সেখানে রাখা মৃতদেহ থেকে কলজে বের করে লবণ দিয়ে কাঁচা চিবিয়ে খেতেন। পুলিশের কাছে ধরা পড়ার পর খলিলুল্লাহ সহজেই স্বীকার করেন, এই কাজ তিনি বহুদিন ধরেই করছেন এবং তা তিনি বেশ উপভোগ করেন। তার মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়ার কাজ করতেন। এ তো গেল সেই পুরনো দিনের ঘটনা। গত কয়েক দিনে দেশের কয়েকটি স্থানে যে কয়েকটি ঘটনা ঘটল তাতে নিশ্চয় মানুষের পূর্বপুরুষ বানরও লজ্জা পাবে। প্রথম ঘটনাটি ঘটল খোদ রাজধানী ঢাকার কেন্দ্রস্থল হাতিরপুলে গত ২ জুন। সাইদুর রহমান ওরফে বাচ্চু নিজের ব্যবসা প্রতিষ্ঠানে তার তিন বছরের পরিচিত বান্ধবী রুমিকে প্রথমে গলা টিপে হত্যা করে এবং তারপর তার দেহটাকে ঠাণ্ডা মাথায় ২৬ টুকরো করে। নাড়িভুঁড়ি বাথরুমের টয়লেটে ফ্লাশ করার চেষ্টা করে। বাকি টুকরোগুলো পাশের বিল্ডিংয়ের ছাদে ছুড়ে ফেলে সকালে পাখি খাবে বলে। রুমির মাথাটা জানালা দিয়ে ফেলতে অসুবিধা হচ্ছিল বলে তাকে সে কয়েক টুকরো করে। বাচ্চু এতই নৃশংস ছিল যে সে রাতে এই ঘটনা ঘটিয়ে সকালে তার ব্যবসা প্রতিষ্ঠানে দিনের যথারীতি কাজকর্ম শুরু করে। একই দিন চট্টগ্রামে ছোট্ট শিশু রিয়ার লাশ পাওয়া যায় তাদের বাসার সামনে। রিয়া দু'দিন আগে দুপুরবেলায় তাদের বাসার সামনে খেলছিল। সেখান থেকেই তাকে অপহরণ করা হয়। রিয়ার বয়স তিন বছর। রিয়াকে হত্যার অভিযোগে রিয়ার চাচা মোঃ বাদশাকে পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনার কয়েকদিন আগে চট্টগ্রামে আর একটি ঘটনা ঘটে যায়। সোনা মিয়া আর কাঞ্চনরা সাত বন্ধু। সোনা মিয়ার মোবাইল ফোন সেটটা কে বা কারা চুরি করে। সন্দেহ যায় বন্ধু কাঞ্চনের দিকে। কয়েকজন মিলে কাঞ্চনকে কর্ণফুলী নদীর একটি মাছ ধরার বোটে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে তাকে নদীতে ফেলে দেয়। পরে পুলিশ এসে কাঞ্চনের লাশ নদী থেকে উদ্ধার করে।
৩১ মে সন্ধ্যায় নাটোরের হালসা বাজার থেকে অপহরণ করা হয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র অনন্ত রায়কে। অপহরণকারীরা অনন্তের বাবার কাছ থেকে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অনন্তের বাবা ঘটনাটি পুলিশকে জানালে অপহরণকারীরা অনন্তকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে একটি পানের বরজের মধ্যে মাটিতে পুঁতে ফেলে। পুলিশ পরে সেখান থেকে সেই লাশ উদ্ধার করে। প্রায় দশ বছর আগে লালমনিরহাটের কন্যাহারা গ্রামের লাইলীর বিয়ে হয় ইমাম হোসেনের সঙ্গে। বিয়ের পর ইমাম হোসেন কাজের সন্ধানে বিদেশ যায়। পাঁচ বছর পর দেশে ফিরে মাদকাসক্ত হয়ে পড়ে। স্ত্রীর কাছে সবসময় দাবি করে তার পিত্রালয় থেকে নেশা কেনার জন্য টাকা এনে দিতে। তিনি তা করতে ব্যর্থ হলে তাকে প্রায় মারধর করত। গত ৩০ মে ইমাম হোসেন লাইলীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। লাইলী এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। গত ২৭ এপ্রিল চট্টগ্রামের অভিজাত পাঁচলাইশ আবাসিক এলাকার ফারহাদ ম্যানসনের কয়েকজন তরুণ বাসিন্দা তাদেরই সহপাঠী এবং বন্ধু একটি ইংরেজিমাধ্যম স্কুলের 'এ' লেভেলের ছাত্র হিমুকে জোর করে চারতলা বাড়ির ছাদে নিয়ে নির্যাতন করে এবং একটি বিদেশি ডোবারম্যান জাতের হিংস্র কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। গুরুতর আহত হিমু মৃত্যুর সঙ্গে ২৬ দিন লড়াই করে গত ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যায়। এই ঘটনার মূল আসামি জোনায়েদ হোসেন রিয়াদকে তার পরিবার বিদেশে পাঠিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
ওপরে দেশে এবং দেশের বাইরের যে কয়েকটি ঘটনার উল্লেখ করা হলো তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এমন ঘটনা যে কোনো একদিনের পত্রিকা খুললেই পাওয়া যাবে। কোনো ঘটনা ওপরের ঘটনা থেকেও নৃশংস হতে পারে এবং এসব ঘটনা কিন্তু মানুষই ঘটাচ্ছে অন্য কোনো প্রাণী নয়। বলছিলাম, মানুষ আবার তার পূর্বপুরুষ বানরের দিকে ফিরতিযাত্রা শুরু করেছে। বাস্তবে অনেক সময় মনে হয় বানরের বা অন্য প্রাণিকুলের 'মানবিক' গুণাবলি মানুষের চেয়ে অনেক বেশি। একবার গুলশানের এক বিদেশি দূতাবাসে গিয়েছিলাম ভিসার জন্য। হঠাৎ দেখি লোকজনের দৌড়াদৌড়ি। কিছু বোঝার আগেই একজন আমাকে অনেকটা ধাক্কা মেরে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিল। মুহূর্তের মধ্যে দেখি অসংখ্য বানর সে দূতাবাস 'আক্রমণ' করেছে । ঘটনা কী জানতে চাইলে ওই দূতাবাসের একজন প্রহরী জানালেন, কয়েকদিন আগে একটি বানর কী করে যেন বিদ্যুৎস্পর্শ হয়ে দূতাবাসের ছাদে মারা পড়ে। এরপর থেকে প্রতিদিন এই বানর পাল কাছের বনানী কবরস্থান থেকে আসে দূতাবাসে হামলা করে তাদের একজন বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে। বানরদের মধ্যেও এক ধরনের সহমর্মিতা কাজ করে, যা মানুষের মধ্যে অনুপস্থিত।
বলা হয়, মানুষ হচ্ছে সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। কেমন করে এই সর্বশ্রেষ্ঠ সৃষ্টির এই দশা হলো। মনুষ্যত্ব একেবারেই উধাও হয়ে গেল। কেমন করে ছেলে বাবাকে, বাবা কন্যাকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সহপাঠী তার অন্য একজন সহপাঠীকে অথবা ছাত্র শিক্ষককে হত্যা করে? ১৯৮৪ সালের ২৭ মে চট্টগ্রাম কলেজ সোহরাওয়ার্দী ছাত্রাবাসে শাহাদাত নামের এক ছাত্রকে তারই রুমমেট হারুনুর রশীদ জবাই করে হত্যা করেছিল। ইসলামী ছাত্র-শিবিরের কর্মী হারুনের ধারণা, তার রুমমেট ছাত্র ইউনিয়নের শাহাদাত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত না হয়ে গর্হিত অপরাধ করছে এবং তার জন্য তার সাজা হওয়া উচিত। এই কাজের জন্য হারুন দিনের বেলায় বাজার থেকে একটি ছুরি কিনে আনে। দু'জনই এইচএসসি ক্লাসের ছাত্র ছিল। সে সময় এই ঘটনা চট্টগ্রামে বেশ চাঞ্চল্য সৃষ্টি করে। এখন হত্যার পর লাশের ২৬ টুকরো না করলে তা আর চাঞ্চল্য সৃষ্টি করে না। আসলে আমাদের ভোগবাদী সমাজব্যবস্থার নৈতিক এবং মানবিক মূল্যবোধে একটি প্রচণ্ড রকমের ধস নেমেছে। বর্তমান সমাজে সকলে ছুটছে। কেউ অর্থের পেছনে, কেউবা যশ-খ্যাতির পেছনে। পরিবারের জন্য কারও একটুও সময় নেই। পরিবার ভেঙে পড়ছে দ্রুত। অথচ এই পরিবারই ছিল একসময় বেড়ে ওঠা সন্তানটির মূল্যবোধ শেখার প্রথম পাঠশালা। সেসব পাঠশালা দ্রুত বন্ধ হয়ে পড়ছে। এখন অনেক বাবা-মারই নিজের সন্তানের জন্য সময় থাকে না। সবাই দারুণ ব্যস্ত। এ সময় না থাকার কারণে তাদের সন্তানরা কত উপায়ে বখাটে হচ্ছে সে খবর অনেক অভিভাবকেরই নেই। তারপর একদিন এই সন্তানদের কারণেই পরিবারের সর্বনাশ ঘটে। এই অবস্থা থেকে উত্তরণ কী উপায়ে হতে পারে তা সমাজ বিশ্লেষকদের খুঁজে বের করতে হবে। আর সেটি সম্ভব না হলে মানুষ তার পূর্বপুরুষদের দিকে সম্ভবত আরও দ্রুত ফিরে যাবে।

আবদুল মান্নান :সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও শিক্ষক

শনিবার, ২ জুন, ২০১২

শেখ হাসিনার টিমে পরিবর্তন আনা জরুরী



আবদুল মান্নান
সরকার নানা কারণে বর্তমানে এক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এর আগে আমার একাধিক লেখায় বলেছিলাম অতীত অভিজ্ঞতা হতে দেখা গেছে সরকারের বেসামরিক প্রশাসন শেষের বছরে এসে পরবর্তী সরকারের জন্য কাজ করা শুরু করে এবং এর ফলে ক্ষমতাসীন সরকার বেশ নাজুক অবস্থায় পরে এমনকি এক সময় কাবু হয়ে পড়তেও পারে। কিন্তু এবার কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। অবস্থ দৃষ্ঠে মনে হচ্ছে সরকারের দেড় বছর বাকি থাকতেই প্রশাসন পরের সরকারের জন্য কাজ শুরু করে দিয়েছে এবং সরকারের বিভিন্ন শীর্ষ পর্যায়ে থাকা বিভিন্ন নেতা-নেত্রী ও মন্ত্রিপরিষদের কোন কোন সদস্য ও উপদেষ্টা তাদের কর্মকা- এবং দায়িত্বহীন কথাবার্তা ও বক্তব্যে প্রশাসনের এই অন্তর্ঘাতমূলক কর্মকা-কে সহজ করে দিচ্ছে। ২০০৯ সনে শেখ হাসিনা সরকার গঠনের পর মাস না পেরোতেই তার সরকারকে একটি ভয়াবহ ধাক্কা দিয়েছিল বিডিআর বিদ্রোহ। সে সময় মোটামুটি এটি অনেকের কাছে পরিষ্কার ছিল যে শেখ হাসিনা তাঁর পূর্ণ মেয়াদে শান্তিতে চলতে পারবেন না। বিডিআর ঘটনার মতো ঘটনা অন্য কোন দেশে ঘটলে তা সরকার পতন পর্যন্ত ঘটাতে পারত। সে সময় বাংলাদেশে তা না হওয়ার কারণ শেখ হাসিনার বিচক্ষণতা, সাহস, ভাগ্য এবং সর্বোপরি বিরোধী দলের ছত্রভঙ্গ অবস্থা। সময়ের সাথে সাথে বর্তমানে সব পাল্টে গেছে এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সরকারের অনেক দুর্বলতা সামনে চলে আসছে আর সরকার বিরোধীরাও আগের চাইতে অনেক বেশি সংগঠিত এবং শক্তিশালী। 
শেখ হাসিনা সরকার গঠনের সময় এক ঝাঁক নতুন মুখ মন্ত্রিসভায় ঠাঁই করে দিয়ে দেশের সকল মানুষকে অবাক করে দিয়েছিলেন। সমালোচিতও হয়েছিলেন বিভিন্œ মহল ও তার সুহৃদদের কাছ থেকে। তার এই পদক্ষেপকে সমর্থনও করেছিলেন অনেকে। সাড়ে তিন বছর পর তার মন্ত্রিসভার সদস্যদের দক্ষতা এবং কার্যক্ষমতার বিচারে ভাগ করলে মোটা দাগে তাদের দু’ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে পড়বে কার্যকর ও দক্ষ এবং দ্বিতীয় ভাগে ফেলা যাবে নিষ্কর্মা আর অদক্ষ যারা সরকারের সকল অর্জনকে পানিতে ফেলছে। প্রথম ভাগে দু’চারটি মন্ত্রণালয়ের নাম করতে হলে তাহলে সেখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে কৃষি, শিক্ষা, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ, পররাষ্ট্র। সুনাম উদ্ধার করার চেষ্টা করছেন বর্তমান যোগাযোগ ও রেল মন্ত্রণালয়। সব মন্ত্রণালয়ের সফলতা বা ব্যর্থতা সাধারণ মানুষকে তেমন একটা স্পর্শ করে না। সাধারণ মানুষ অনেক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নামও জানে না। দশজনের কাছে জানতে চেয়েছিলাম আমাদের পানি সম্পদ বা ক্রীড়া মন্ত্রীর নাম। একজনও বলতে পারেনি। কিন্তু কোন মানুষকে বলে দিতে হবে না আমাদের স্বরাষ্ট্র বা নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছেন। পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনিকে সকলে একনামে চেনে কারণ তিনি বহির্বিশ্বে আমাদের জানালা। অর্থমন্ত্রীকে সকলে চেনেন কারণ তিনি প্রতিদিন টিভির পর্দায় থাকেন এবং ইংরেজী-বাংলা মিশিয়ে প্রায় নানা প্রসঙ্গে তাঁর মতামত ব্যক্ত করেন যার অর্ধেকটা সাধারণ মানুষ গ্রহণ করলেও বাকি অর্ধেকটায় বেজায় বিরক্ত হন। 
বর্তমান সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দু’জনই নিয়মিত সংবাদের শিরোনাম হচ্ছেন তবে তা ভুল কারণে। এই মন্ত্রণালয় দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত। তারা নিত্যদিন দাবি করেন দেশের আইনশৃঙ্খলা আগের যে কোন সময়ের তুলনায় ভাল। বাংলাদেশের মতো ষোলো কোটি মানুষের উন্নয়নশীল দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যে রাখা মোটেও সহজ কাজ নয়। জানা মতে, এই মন্ত্রণালয়ের দায়িত্বও সহজে কেউ যে নিতে চায় তাও নয়। সেই দায়িত্ব শেখ হাসিনার মন্ত্রিসভায় বর্তাল আওয়ামী লীগের এককালের মাঠের কর্মী সাহারা খাতুনের ওপর। তাঁর প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ। ব্যক্তিগত কারণে তিনি ইস্তফা দিলে তাঁর স্থলাভিষিক্ত হলেন শামসুল হক টুকু। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। মানুষ আধপেট খেয়ে হলেও তার জীবন, পরিবার আর সহায় সম্বলের নিরাপত্তা চায়। তা যোগান দিতে না পারলে মন্ত্রণালয় এবং তার দায়িত্বে থাকা ব্যক্তিরা তীব্র সমালোচনার মুখে পড়েন। যেমনটি বর্তমানে ঘটছে সাহারা খাতুন এবং শামসুল হক টুকুর ক্ষেত্রে। একসময় শিক্ষিত লোক পুলিশের চাকরিতে যেতে চাইত না। বর্তমানে অফিসার ক্যাডারে যারা নিয়োগপ্রাপ্ত হন তাঁরা সকলে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান। সিপাহি হিসাবে যাঁরা ভর্তি হয় তারা ন্যূনপক্ষে এসএসসি পাস। সুতরাং বর্তমানে পুলিশ বাহিনীতে যাঁরা আছেন তাঁদের কাছ হতে মানুষ ভাল আচরণ আশা করতেই পারে। আর পুলিশের সেøাগানও হচ্ছে ‘পুলিশ জনগণের বন্ধু।’ কিন্তু বাংলাদেশের বর্তমান পুলিশ সাধারণ মানুষসহ বিভিন্ন পেশার মানুষের সাথে যে দুর্বৃত্তসুলভ আচরণ করছে তাতে তো তারা তাদের এই সেøাগানের প্রতি কোন সুবিচার করছে না। সাধারণ মানুষ বলে বন্ধু হয়ে যদি পুলিশের আচরণ এই রকম হয় তাহলে শত্রু হলে তারা কী রকম আচরণ করত? তারা সাধারণ মানুষ, মহিলা, রাজনৈতিক কর্মী, শিক্ষক, সাংবাদিক কাউকে রেহাই দিচ্ছে না। সকলে তাদের দুর্বৃত্তপনা আচরণের শিকার হচ্ছে। অবশ্য এটিও সত্য যে, পুলিশের মধ্যে মানবিক গুণাবলিসম্পন্ন অনেক পেশাদার পুলিশ আছে। তবে তারা কেন জানি কোণঠাসা। পুলিশের এই হেন আচরণ যে শুধু বর্তমান সরকারের আমলেই হচ্ছে তা নয়। বিগত জোট সরকারের আমলে তাদের আচরণ আরো খারাপ ছিল। বিশ্ববিদ্যালয় ছাত্রদের গুলি করে রাজপথে হত্যা করেছিল। একজনকে হত্যা করে নিজেদের পানির ট্যাঙ্কে লুকিয়ে রেখেছিল। দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছিল। প্রকাশ্য দিনের বেলায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের নির্বিচারে লাঠিপেটা করে হাসপাতালে পাঠিয়েছিল। বিবৃতি দিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন বলেছিলেন, স্বল্প আলোতে পুলিশ সাধারণ মানুষ আর সাংবাদিকদের মধ্যে তফাত করতে পারেনি। এর আগে জানা ছিল না সাধারণ মানুষকে পেটানোর জন্য পুলিশকে লাইসেন্স দেয়া হয়েছে। এই সব অনাচার হতে মুক্তি পাওয়ার জন্যই বিগত সংসদ নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগ আর তার মিত্রদের হাত উজাড় করে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। তারা আশা করেছিল নতুন সরকারের অধীনে পুলিশ যথাযথ আচরণ করবে। সে আশা তাদের ভঙ্গ হয়েছে যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, পুলিশ আগের চেয়ে ভাল হয়েছে। কিন্তু তিনি বা তার প্রতিমন্ত্রী যাই বলুক বর্তমানে জনগণ পুলিশকে আর জনগণের বন্ধু নয় বরং আইনী অস্ত্রহাতে সন্ত্রাসী হিসাবে দেখছে। পুলিশ আর র‌্যাব দুটোই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। উভয়ই পাল্লা দিয়ে এখনও ক্রস ফায়ারের নামে মানুষ হত্যা করছে। এই কারণে তারা দেশে এবং দেশের বাইরে তুমুল সমালোচিত হয় এবং এর কারণে সরকারের সুনাম ক্ষতিগ্রস্ত হয়। তাতে কারো কিছু যায় আসে না বলে মনে হয়। ইদানীং হঠাৎ করে পুলিশ সাংবাদিক পেটানোর মচ্ছব শুরু করেছে। এটি কেন হচ্ছে তা নিয়ে অনেকে অবাক হন এবং প্রশ্ন করেন। এতে অবাক হওয়ার কিছু নেই কারণ এই কাজটি সম্ভবত তারা আর কয়েকমাস পরে করত কারণ তখন হতেই তারা পরবর্তী সরকারের জন্য কাজ করার কথা। সাংবাদিক আর সরকারের মাঝে কৌশলে দূরত্ব সৃষ্টি করতে পারলে পরবর্তী সরকারে যাঁরা আসবেন তাঁদের লাভ। সেই বিশ্বাসেই তারা এই কাজটি করছে। তাদের কাজ করার সময়সূচীর সরকারের অগোচরে সম্ভবত পরিবর্তন করা হয়েছে যার কারণে সরকারের জন্য নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে। তবে মানুষকে হতাশ করেছে যখন তারা দেখেছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার প্রতিমন্ত্রী দুর্বৃত্ত পুলিশের পক্ষ নিয়ে কথা বলছেন। মঙ্গলবার ঢাকার আদালত প্রাঙ্গণে যা ঘটল তা শুধু ন্যক্কারজনকই নয় বরং নজিরবিহীন। এটি সভ্য সমাজের ধারণারও বাইরে। যারা ওই দিনের ঘটনার জন্য দায়ী তাদের উপযুক্ত বিচার হবে তেমনটি কেউ আশা করে না কারণ অতীতে হয়নি। জোট সরকারের আমলে চট্টগ্রামে যে পুলিশ অফিসারটি বর্ষীয়ান ফটোসাংবাদিক আলহাজ জহিরুল হকসহ অনেক সাংবাদিককে পিটিয়ে জখম করেছিল সেই পুলিশ অফিসারের পদোন্নতি হয়েছিল এবং তিনি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে গিয়েছিলেন। পুলিশকে কেন্দ্র করে কোন একটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে প্রথমে বলা হয় তাকে ক্লোজ করা হয়েছে। ক্লোজ করার অর্থ তাকে নিয়মিত ডিউটি থেকে বিরত রাখা। মানে ওএসডি। একটু বড় কিছু হলে বলা হয় তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হচ্ছে এবং তদন্ত চলাকালে তাকে সাসপেন্ড করা হলো। তারপর অধিকাংশ ক্ষেত্রেই সব কিছুর ওখানেই সমাপ্তি। তবে বর্তমানে পুলিশের এই যে প্রচ- জনবিরোধী আচরণ তা মানুষ সহজভাবে নেয়নি। জনগণের ধারণা তাদের এই হঠাৎ আচরণগত পরিবর্তনের পিছনে নিশ্চয় কোন অন্য কোন কারণ আছে যা সরকার বুঝতে পারছে না। তবে এটাও ঠিক সরকারে যাঁরা থাকেন তাঁরা সময়মতো অনেক কিছুই বুঝতে পারেন না। আর সব চাইতে বালখিল্যসুলভ বক্তব্যটা দিয়েছেন স্বয়ং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। বর্তমান মন্ত্রিসভার একাধিক মন্ত্রী আছেন যারা কখনো ভেবে চিন্তে কথা বলেন বলে মনে হয় না। টুকু সাংবাদিকদের উদ্দেশে নসিহত করেছেন তারা যেন পুলিশের কাছ হতে নিরাপদ দূরত্বে থাকেন। সাধারণত কোন হিংস্র প্রাণী হতে মানুষকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়। প্রাচীনকালে কুষ্ঠ রোগীদের কাছ হতে মানুষকে দূরে থাকতে বলা হতো। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাহিনী যদি এরই মধ্যে এই দুটির কোন একটিতে রূপান্তর হয়ে থাকে তাহলে তাদের জামায় তা লিখে দেয়া হোক। মানুষ তাদের কাছ হতে দূরে থাকবে। 
বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছেন তা ঠিক মানুষ জানে না। তবে বিদ্যুৎ নিয়ে সব সময় এই মন্ত্রণালয়ের উপদেষ্টাকে কথা বলতে দেখা যায়। উপদেষ্টা হিসাবে জনগণের কাছে তার কোন জবাবদিহিতা নেই। এই যাবত তিনি বিদ্যুৎ বিষয়ে যত উপদেশ দিয়েছেন সবই কেবল উদ্ভটই নয়, অবাস্তবও বটে। একবার তিনি প্রধানমন্ত্রীকে বুদ্ধি দিয়েছিলেন ঘড়ির কাঁটা ঘুরিয়ে দিয়ে বিদ্যুৎ সমস্যার সমাধান করার জন্য। কিছুদিন তা চলার পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তা বন্ধ হয়। কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট নিয়ে অনেক তেলেসমাতি কারবার চলল। সেই কারবারে আদার ব্যাপারীরাও নেমে পড়ল। সাড়ে তিন বছরের মাথায় এসে বিদ্যুৎ সমস্যার সমাধানের বদলে তা আরও প্রকট হয়ে দেখা দিয়েছে। সরকার বলছে নতুন সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। যেটি সরকার কখনও বলে না কত মেগাওয়াট জাতীয় গ্রিড হতে বিয়োগ হয়েছে। তাহলে মানুষ বুঝতে পারত যোগ বিয়োগের নিট ফলাফল কী। আমি ধানম-ির যে এলাকায় থাকি (রোড ৯/এ) সেখানে দিনের বেলায় তো কম পক্ষে কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকে না। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে রাত বারোটার পরও কেন একাধিক বার লোডশেডিং হয়? এই সড়কের বাসিন্দাদের পানির জন্য এখন নিয়মিত ওয়াসার গাড়িবাহী ট্যাঙ্কির ওপর নির্ভর করতে হয়। ওয়াসা স্থানীয় সরকারের অধীনে। সেই মন্ত্রণালয়ের কাজকর্ম দেখলে মনে হওয়ার যথেষ্ট কারণ আছে এই মন্ত্রণালয় না থাকলে সরকারের কোন ক্ষতি-বৃদ্ধি নেই। বিদ্যুৎ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছ হতে সম্প্রতি আর একটা অদ্ভুত প্রস্তাব শোনা গেল। কেউ চড়া মূল্য দিলে তাকে নিরবচ্ছিন্ন বিদ্যুত দেয়া হবে। কোথা হতে এই বিদ্যুত আসবে সে সম্পর্কে তিনি কিছু বলেননি অথবা যদি দেয়া সম্ভব না হয় তাহলে কী হবে তাও না। আর এই তথাকথিত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য যে জটিল পদ্ধতির কথা তিনি বলেছেন তা মেনে নিয়ে কেউ সংযোগ নিলে বুঝতে হবে তিনিও তার মতো বুদ্ধিমান। এই উপদেষ্টা একবার বাংলাদেশে বিনিয়োগের জন্য কোটি টাকা খরচ করে বিলাতে রোডশো তামাশা করতে গিয়েছিলেন। নিট ফল শূন্য। 
আমি টিভিতে নিয়মিত ইউরোপীয় ফুটবল খেলা দেখি। প্রায়শ দেখা যায় একজন খেলোয়াড় কোন কারণে হয়ত ভাল খেলতে পারছে না। তখন তাকে কোচ মাঠ থেকে তুলে এনে অন্য খেলোয়াড়কে মাঠে নামান। মেসি, রোনালদো, কাকা বা দ্রগবার মতো ঝানু খেলোয়াড়দেরও অনেক সময় কোচ মাঠ থেকে তুলে আনেন। তাদের পরিবর্তে মাঠে অন্য খেলোয়াড়কে নামান। এই সময়ে এটি আর অস্বীকার করার উপায় নেই যে, শেখ হাসিনার টিমের সব খেলোয়াড় ঠিকমতো খেলতে পারছে না। সময় মতো তাদের মাঠ থেকে তুলে না আনলে সামনে বিপদ হতে পারে। সময়মতো তিনি তার টিমে পরিবর্তন আনবেন এটাই তার সমর্থকদের প্রত্যাশা। আর সর্বশেষ একটি কথা বলতেই হয়। একজন ‘বড়ভাই’ দেশের বাইরে আছেন বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে হতে। তিনি সেখানে বসে শুধু ডাল-ভাত খাচ্ছেন তা তো হতে পারে না। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন তার বেজায় অসুবিধা। সুতরাং তিনি সেই দূরদেশে বসে কী কলকাঠি নাড়ছেন তা তো সরকারকেই খোঁজ রাখতে হবে। 
১ জুন ২০১২
লেখক : শিক্ষাবিদ ও বিশ্লেষক

শেখ হাসিনার টিমে পরিবর্তন আনা জরুরী



সরকার নানা কারণে বর্তমানে এক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এর আগে আমার একাধিক লেখায় বলেছিলাম অতীত অভিজ্ঞতা হতে দেখা গেছে সরকারের বেসামরিক প্রশাসন শেষের বছরে এসে পরবর্তী সরকারের জন্য কাজ করা শুরু করে এবং এর ফলে ক্ষমতাসীন সরকার বেশ নাজুক অবস্থায় পরে এমনকি এক সময় কাবু হয়ে পড়তেও পারে। কিন্তু এবার কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। অবস্থ দৃষ্ঠে মনে হচ্ছে সরকারের দেড় বছর বাকি থাকতেই প্রশাসন পরের সরকারের জন্য কাজ শুরু করে দিয়েছে এবং সরকারের বিভিন্ন শীর্ষ পর্যায়ে থাকা বিভিন্ন নেতা-নেত্রী ও মন্ত্রিপরিষদের কোন কোন সদস্য ও উপদেষ্টা তাদের কর্মকা- এবং দায়িত্বহীন কথাবার্তা ও বক্তব্যে প্রশাসনের এই অন্তর্ঘাতমূলক কর্মকা-কে সহজ করে দিচ্ছে। ২০০৯ সনে শেখ হাসিনা সরকার গঠনের পর মাস না পেরোতেই তার সরকারকে একটি ভয়াবহ ধাক্কা দিয়েছিল বিডিআর বিদ্রোহ। সে সময় মোটামুটি এটি অনেকের কাছে পরিষ্কার ছিল যে শেখ হাসিনা তাঁর পূর্ণ মেয়াদে শান্তিতে চলতে পারবেন না। বিডিআর ঘটনার মতো ঘটনা অন্য কোন দেশে ঘটলে তা সরকার পতন পর্যন্ত ঘটাতে পারত। সে সময় বাংলাদেশে তা না হওয়ার কারণ শেখ হাসিনার বিচক্ষণতা, সাহস, ভাগ্য এবং সর্বোপরি বিরোধী দলের ছত্রভঙ্গ অবস্থা। সময়ের সাথে সাথে বর্তমানে সব পাল্টে গেছে এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সরকারের অনেক দুর্বলতা সামনে চলে আসছে আর সরকার বিরোধীরাও আগের চাইতে অনেক বেশি সংগঠিত এবং শক্তিশালী। 
শেখ হাসিনা সরকার গঠনের সময় এক ঝাঁক নতুন মুখ মন্ত্রিসভায় ঠাঁই করে দিয়ে দেশের সকল মানুষকে অবাক করে দিয়েছিলেন। সমালোচিতও হয়েছিলেন বিভিন্œ মহল ও তার সুহৃদদের কাছ থেকে। তার এই পদক্ষেপকে সমর্থনও করেছিলেন অনেকে। সাড়ে তিন বছর পর তার মন্ত্রিসভার সদস্যদের দক্ষতা এবং কার্যক্ষমতার বিচারে ভাগ করলে মোটা দাগে তাদের দু’ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে পড়বে কার্যকর ও দক্ষ এবং দ্বিতীয় ভাগে ফেলা যাবে নিষ্কর্মা আর অদক্ষ যারা সরকারের সকল অর্জনকে পানিতে ফেলছে। প্রথম ভাগে দু’চারটি মন্ত্রণালয়ের নাম করতে হলে তাহলে সেখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে কৃষি, শিক্ষা, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ, পররাষ্ট্র। সুনাম উদ্ধার করার চেষ্টা করছেন বর্তমান যোগাযোগ ও রেল মন্ত্রণালয়। সব মন্ত্রণালয়ের সফলতা বা ব্যর্থতা সাধারণ মানুষকে তেমন একটা স্পর্শ করে না। সাধারণ মানুষ অনেক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নামও জানে না। দশজনের কাছে জানতে চেয়েছিলাম আমাদের পানি সম্পদ বা ক্রীড়া মন্ত্রীর নাম। একজনও বলতে পারেনি। কিন্তু কোন মানুষকে বলে দিতে হবে না আমাদের স্বরাষ্ট্র বা নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছেন। পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনিকে সকলে একনামে চেনে কারণ তিনি বহির্বিশ্বে আমাদের জানালা। অর্থমন্ত্রীকে সকলে চেনেন কারণ তিনি প্রতিদিন টিভির পর্দায় থাকেন এবং ইংরেজী-বাংলা মিশিয়ে প্রায় নানা প্রসঙ্গে তাঁর মতামত ব্যক্ত করেন যার অর্ধেকটা সাধারণ মানুষ গ্রহণ করলেও বাকি অর্ধেকটায় বেজায় বিরক্ত হন। 
বর্তমান সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দু’জনই নিয়মিত সংবাদের শিরোনাম হচ্ছেন তবে তা ভুল কারণে। এই মন্ত্রণালয় দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত। তারা নিত্যদিন দাবি করেন দেশের আইনশৃঙ্খলা আগের যে কোন সময়ের তুলনায় ভাল। বাংলাদেশের মতো ষোলো কোটি মানুষের উন্নয়নশীল দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যে রাখা মোটেও সহজ কাজ নয়। জানা মতে, এই মন্ত্রণালয়ের দায়িত্বও সহজে কেউ যে নিতে চায় তাও নয়। সেই দায়িত্ব শেখ হাসিনার মন্ত্রিসভায় বর্তাল আওয়ামী লীগের এককালের মাঠের কর্মী সাহারা খাতুনের ওপর। তাঁর প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ। ব্যক্তিগত কারণে তিনি ইস্তফা দিলে তাঁর স্থলাভিষিক্ত হলেন শামসুল হক টুকু। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। মানুষ আধপেট খেয়ে হলেও তার জীবন, পরিবার আর সহায় সম্বলের নিরাপত্তা চায়। তা যোগান দিতে না পারলে মন্ত্রণালয় এবং তার দায়িত্বে থাকা ব্যক্তিরা তীব্র সমালোচনার মুখে পড়েন। যেমনটি বর্তমানে ঘটছে সাহারা খাতুন এবং শামসুল হক টুকুর ক্ষেত্রে। একসময় শিক্ষিত লোক পুলিশের চাকরিতে যেতে চাইত না। বর্তমানে অফিসার ক্যাডারে যারা নিয়োগপ্রাপ্ত হন তাঁরা সকলে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান। সিপাহি হিসাবে যাঁরা ভর্তি হয় তারা ন্যূনপক্ষে এসএসসি পাস। সুতরাং বর্তমানে পুলিশ বাহিনীতে যাঁরা আছেন তাঁদের কাছ হতে মানুষ ভাল আচরণ আশা করতেই পারে। আর পুলিশের সেøাগানও হচ্ছে ‘পুলিশ জনগণের বন্ধু।’ কিন্তু বাংলাদেশের বর্তমান পুলিশ সাধারণ মানুষসহ বিভিন্ন পেশার মানুষের সাথে যে দুর্বৃত্তসুলভ আচরণ করছে তাতে তো তারা তাদের এই সেøাগানের প্রতি কোন সুবিচার করছে না। সাধারণ মানুষ বলে বন্ধু হয়ে যদি পুলিশের আচরণ এই রকম হয় তাহলে শত্রু হলে তারা কী রকম আচরণ করত? তারা সাধারণ মানুষ, মহিলা, রাজনৈতিক কর্মী, শিক্ষক, সাংবাদিক কাউকে রেহাই দিচ্ছে না। সকলে তাদের দুর্বৃত্তপনা আচরণের শিকার হচ্ছে। অবশ্য এটিও সত্য যে, পুলিশের মধ্যে মানবিক গুণাবলিসম্পন্ন অনেক পেশাদার পুলিশ আছে। তবে তারা কেন জানি কোণঠাসা। পুলিশের এই হেন আচরণ যে শুধু বর্তমান সরকারের আমলেই হচ্ছে তা নয়। বিগত জোট সরকারের আমলে তাদের আচরণ আরো খারাপ ছিল। বিশ্ববিদ্যালয় ছাত্রদের গুলি করে রাজপথে হত্যা করেছিল। একজনকে হত্যা করে নিজেদের পানির ট্যাঙ্কে লুকিয়ে রেখেছিল। দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছিল। প্রকাশ্য দিনের বেলায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের নির্বিচারে লাঠিপেটা করে হাসপাতালে পাঠিয়েছিল। বিবৃতি দিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন বলেছিলেন, স্বল্প আলোতে পুলিশ সাধারণ মানুষ আর সাংবাদিকদের মধ্যে তফাত করতে পারেনি। এর আগে জানা ছিল না সাধারণ মানুষকে পেটানোর জন্য পুলিশকে লাইসেন্স দেয়া হয়েছে। এই সব অনাচার হতে মুক্তি পাওয়ার জন্যই বিগত সংসদ নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগ আর তার মিত্রদের হাত উজাড় করে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। তারা আশা করেছিল নতুন সরকারের অধীনে পুলিশ যথাযথ আচরণ করবে। সে আশা তাদের ভঙ্গ হয়েছে যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, পুলিশ আগের চেয়ে ভাল হয়েছে। কিন্তু তিনি বা তার প্রতিমন্ত্রী যাই বলুক বর্তমানে জনগণ পুলিশকে আর জনগণের বন্ধু নয় বরং আইনী অস্ত্রহাতে সন্ত্রাসী হিসাবে দেখছে। পুলিশ আর র‌্যাব দুটোই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। উভয়ই পাল্লা দিয়ে এখনও ক্রস ফায়ারের নামে মানুষ হত্যা করছে। এই কারণে তারা দেশে এবং দেশের বাইরে তুমুল সমালোচিত হয় এবং এর কারণে সরকারের সুনাম ক্ষতিগ্রস্ত হয়। তাতে কারো কিছু যায় আসে না বলে মনে হয়। ইদানীং হঠাৎ করে পুলিশ সাংবাদিক পেটানোর মচ্ছব শুরু করেছে। এটি কেন হচ্ছে তা নিয়ে অনেকে অবাক হন এবং প্রশ্ন করেন। এতে অবাক হওয়ার কিছু নেই কারণ এই কাজটি সম্ভবত তারা আর কয়েকমাস পরে করত কারণ তখন হতেই তারা পরবর্তী সরকারের জন্য কাজ করার কথা। সাংবাদিক আর সরকারের মাঝে কৌশলে দূরত্ব সৃষ্টি করতে পারলে পরবর্তী সরকারে যাঁরা আসবেন তাঁদের লাভ। সেই বিশ্বাসেই তারা এই কাজটি করছে। তাদের কাজ করার সময়সূচীর সরকারের অগোচরে সম্ভবত পরিবর্তন করা হয়েছে যার কারণে সরকারের জন্য নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে। তবে মানুষকে হতাশ করেছে যখন তারা দেখেছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার প্রতিমন্ত্রী দুর্বৃত্ত পুলিশের পক্ষ নিয়ে কথা বলছেন। মঙ্গলবার ঢাকার আদালত প্রাঙ্গণে যা ঘটল তা শুধু ন্যক্কারজনকই নয় বরং নজিরবিহীন। এটি সভ্য সমাজের ধারণারও বাইরে। যারা ওই দিনের ঘটনার জন্য দায়ী তাদের উপযুক্ত বিচার হবে তেমনটি কেউ আশা করে না কারণ অতীতে হয়নি। জোট সরকারের আমলে চট্টগ্রামে যে পুলিশ অফিসারটি বর্ষীয়ান ফটোসাংবাদিক আলহাজ জহিরুল হকসহ অনেক সাংবাদিককে পিটিয়ে জখম করেছিল সেই পুলিশ অফিসারের পদোন্নতি হয়েছিল এবং তিনি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে গিয়েছিলেন। পুলিশকে কেন্দ্র করে কোন একটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে প্রথমে বলা হয় তাকে ক্লোজ করা হয়েছে। ক্লোজ করার অর্থ তাকে নিয়মিত ডিউটি থেকে বিরত রাখা। মানে ওএসডি। একটু বড় কিছু হলে বলা হয় তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হচ্ছে এবং তদন্ত চলাকালে তাকে সাসপেন্ড করা হলো। তারপর অধিকাংশ ক্ষেত্রেই সব কিছুর ওখানেই সমাপ্তি। তবে বর্তমানে পুলিশের এই যে প্রচ- জনবিরোধী আচরণ তা মানুষ সহজভাবে নেয়নি। জনগণের ধারণা তাদের এই হঠাৎ আচরণগত পরিবর্তনের পিছনে নিশ্চয় কোন অন্য কোন কারণ আছে যা সরকার বুঝতে পারছে না। তবে এটাও ঠিক সরকারে যাঁরা থাকেন তাঁরা সময়মতো অনেক কিছুই বুঝতে পারেন না। আর সব চাইতে বালখিল্যসুলভ বক্তব্যটা দিয়েছেন স্বয়ং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। বর্তমান মন্ত্রিসভার একাধিক মন্ত্রী আছেন যারা কখনো ভেবে চিন্তে কথা বলেন বলে মনে হয় না। টুকু সাংবাদিকদের উদ্দেশে নসিহত করেছেন তারা যেন পুলিশের কাছ হতে নিরাপদ দূরত্বে থাকেন। সাধারণত কোন হিংস্র প্রাণী হতে মানুষকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়। প্রাচীনকালে কুষ্ঠ রোগীদের কাছ হতে মানুষকে দূরে থাকতে বলা হতো। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাহিনী যদি এরই মধ্যে এই দুটির কোন একটিতে রূপান্তর হয়ে থাকে তাহলে তাদের জামায় তা লিখে দেয়া হোক। মানুষ তাদের কাছ হতে দূরে থাকবে। 
বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছেন তা ঠিক মানুষ জানে না। তবে বিদ্যুৎ নিয়ে সব সময় এই মন্ত্রণালয়ের উপদেষ্টাকে কথা বলতে দেখা যায়। উপদেষ্টা হিসাবে জনগণের কাছে তার কোন জবাবদিহিতা নেই। এই যাবত তিনি বিদ্যুৎ বিষয়ে যত উপদেশ দিয়েছেন সবই কেবল উদ্ভটই নয়, অবাস্তবও বটে। একবার তিনি প্রধানমন্ত্রীকে বুদ্ধি দিয়েছিলেন ঘড়ির কাঁটা ঘুরিয়ে দিয়ে বিদ্যুৎ সমস্যার সমাধান করার জন্য। কিছুদিন তা চলার পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তা বন্ধ হয়। কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট নিয়ে অনেক তেলেসমাতি কারবার চলল। সেই কারবারে আদার ব্যাপারীরাও নেমে পড়ল। সাড়ে তিন বছরের মাথায় এসে বিদ্যুৎ সমস্যার সমাধানের বদলে তা আরও প্রকট হয়ে দেখা দিয়েছে। সরকার বলছে নতুন সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। যেটি সরকার কখনও বলে না কত মেগাওয়াট জাতীয় গ্রিড হতে বিয়োগ হয়েছে। তাহলে মানুষ বুঝতে পারত যোগ বিয়োগের নিট ফলাফল কী। আমি ধানম-ির যে এলাকায় থাকি (রোড ৯/এ) সেখানে দিনের বেলায় তো কম পক্ষে কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকে না। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে রাত বারোটার পরও কেন একাধিক বার লোডশেডিং হয়? এই সড়কের বাসিন্দাদের পানির জন্য এখন নিয়মিত ওয়াসার গাড়িবাহী ট্যাঙ্কির ওপর নির্ভর করতে হয়। ওয়াসা স্থানীয় সরকারের অধীনে। সেই মন্ত্রণালয়ের কাজকর্ম দেখলে মনে হওয়ার যথেষ্ট কারণ আছে এই মন্ত্রণালয় না থাকলে সরকারের কোন ক্ষতি-বৃদ্ধি নেই। বিদ্যুৎ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছ হতে সম্প্রতি আর একটা অদ্ভুত প্রস্তাব শোনা গেল। কেউ চড়া মূল্য দিলে তাকে নিরবচ্ছিন্ন বিদ্যুত দেয়া হবে। কোথা হতে এই বিদ্যুত আসবে সে সম্পর্কে তিনি কিছু বলেননি অথবা যদি দেয়া সম্ভব না হয় তাহলে কী হবে তাও না। আর এই তথাকথিত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য যে জটিল পদ্ধতির কথা তিনি বলেছেন তা মেনে নিয়ে কেউ সংযোগ নিলে বুঝতে হবে তিনিও তার মতো বুদ্ধিমান। এই উপদেষ্টা একবার বাংলাদেশে বিনিয়োগের জন্য কোটি টাকা খরচ করে বিলাতে রোডশো তামাশা করতে গিয়েছিলেন। নিট ফল শূন্য। 
আমি টিভিতে নিয়মিত ইউরোপীয় ফুটবল খেলা দেখি। প্রায়শ দেখা যায় একজন খেলোয়াড় কোন কারণে হয়ত ভাল খেলতে পারছে না। তখন তাকে কোচ মাঠ থেকে তুলে এনে অন্য খেলোয়াড়কে মাঠে নামান। মেসি, রোনালদো, কাকা বা দ্রগবার মতো ঝানু খেলোয়াড়দেরও অনেক সময় কোচ মাঠ থেকে তুলে আনেন। তাদের পরিবর্তে মাঠে অন্য খেলোয়াড়কে নামান। এই সময়ে এটি আর অস্বীকার করার উপায় নেই যে, শেখ হাসিনার টিমের সব খেলোয়াড় ঠিকমতো খেলতে পারছে না। সময় মতো তাদের মাঠ থেকে তুলে না আনলে সামনে বিপদ হতে পারে। সময়মতো তিনি তার টিমে পরিবর্তন আনবেন এটাই তার সমর্থকদের প্রত্যাশা। আর সর্বশেষ একটি কথা বলতেই হয়। একজন ‘বড়ভাই’ দেশের বাইরে আছেন বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে হতে। তিনি সেখানে বসে শুধু ডাল-ভাত খাচ্ছেন তা তো হতে পারে না। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন তার বেজায় অসুবিধা। সুতরাং তিনি সেই দূরদেশে বসে কী কলকাঠি নাড়ছেন তা তো সরকারকেই খোঁজ রাখতে হবে। 
১ জুন ২০১২
লেখক : শিক্ষাবিদ ও বিশ্লেষক